সোমবার, ২৭ নভেম্বর, ২০১৭, ০৬:৩৪:১৩

বাবার কথামতোই কুলখানির আয়োজন চলছে: সাব্বির সিদ্দিকী

বাবার কথামতোই কুলখানির আয়োজন চলছে: সাব্বির সিদ্দিকী

বিনোদন ডেস্ক :  প্রখ্যাত বংশীবাদক ও সংগীতশিল্পী বারী সিদ্দিকী চিরনিদ্রায় শায়িত আছেন নেত্রকোনার বাউলবাড়িতে। আর সেখানেই আসছে বুধবারে কুলখানির আয়োজন করা হয়েছে। এমনটাই জানালেন বারী সিদ্দিকীর বড় ছেলে সাব্বির সিদ্দিকী।

বুধবারে নেত্রকোনার বাউল বাড়িতে বারী সিদ্দিকীর কুলখানির আয়োজন প্রসঙ্গে সাব্বির বলেন, সাধারণভাবে কুলখানি বলতে যা বোঝায় বাবার তেমনটা বারণ। বাবা যেভাবে চাইতেন আমরা সেভাবেই কুলখানির আয়োজন করছি। বুধবারে আমরা আশপাশের সমস্ত এতিমখানায় দুপুরের খাবার নিয়ে যাবো। এরপর শুক্রবারে এলাকার গরীব দুস্থদের মধ্যাহ্নভোজ করানো হবে।

এসব আয়োজনে বারী সিদ্দিকীর নিজস্ব কিছু তরিকা ছির জানিয়ে তার বড় ছেলে জানান, কোরবানি ঈদের সময় তিনদিন কোরবানি দিতেন বাবা। এলাকায় যারা কোরবানি করতে পারতো না তাদের জন্য আলাদা কোরবানি দিতেন। কোরবানির কাচা মাংস মানুষকে দেয়া বাবার বারণ ছিল। কোরবানি দিয়ে বাবুর্চি ডাকিয়ে তিনি রান্না করে দুস্থ মানুষদের দিতেন। তিনি বলতেন, গরীব মানুষেরা মাংস রান্না করার মশল্লা কোথায় পাবে। এইজন্য বাবা যেভাবে সবকিছু বলে গেছেন, এখন সেভাবেই হচ্ছে।

ঢাকায় বারী সিদ্দিকী স্মরণে কোনো আয়োজন করা হবে কিনা জানতে চাইলে সাব্বির আরো বলেন, আমিতো একা মানুষ। এলাকায়তো বাবার বিশাল ভক্ত শ্রেণি ছিলেন। বাবাকে তারা পছন্দ করতেন। অনেক গরীব দুস্থ আছেন যারা বাবার কাছে এক ধরনের প্রত্যাশা ছিল। বাবার মৃত্যুতে তাদেরকে এখন সময় দিতে হচ্ছে। সব সামলিয়ে আশা করি ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঢাকায় ফিরতে পারবো। আর সেটা হলে বাবার ধানমন্ডির বাসায় ২০ ডিসেম্বরের মধ্যে কুলখানির আয়োজন করবো।

১৯৫৪ সালের ১৫ নভেম্বর নেত্রকোনা জেলায় জন্মগ্রহণ করা বারী সিদ্দিকী। হাজারো মানুষের কান্না আর বিদায়ী ভালোবাসায় নিজের গড়া ‘বাউল বাড়িতে’ গত ২৪ নভেম্বর শেষ শয্যা নিলেন বহু কালজয়ী গানের এই গায়ক।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে