বুধবার, ২৯ নভেম্বর, ২০১৭, ০৪:৫৬:২১

তারপর হঠাৎ একদিন হার্ট অ্যাটাক হল, সবশেষ : দেব

তারপর হঠাৎ একদিন হার্ট অ্যাটাক হল, সবশেষ : দেব

বিনোদন ডেস্ক : ভারতীয় বাংলার জনপ্রিয় নায়ক দেব। দক্ষিণী ও ভারতীয় বিভিন্ন জনপ্রিয় সিনেমার রিমেকে অভিনয় করে বেশ নাম কামান তিনি। তবে এবার তিনি সিনেমার মৌলিক কাহিনী নিয়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন।

সম্প্রতি ‘আমাজন’ সিনেমা নিয়ে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন দেব। এরই ফাঁকে স্থানীয়  ভারতের আনন্দবাজার পত্রিকাকে জানিয়েছেন, সাফল্যের সংজ্ঞা, ভিন্নধর্মী চরিত্রে কাজ, অভিনয়-রাজনীতির টানাপড়েন নিয়ে মনখোলা দেব কথা বলেছেন। তার চুম্বক অংশ তুলে ধরা হলো-

দেব বলেন, ‘আমি ভবিষ্যৎকে দেখার চেষ্টা করি। যাতে কেউ পিছন ফিরে দেখলে মনে হবে, দেব একমাত্র অভিনেতা যে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে গিয়েছে। এ বছর যেমন বক্সার, পাইলট ও অ্যাডভেঞ্চারারের ভূমিকায় অভিনয় করেছি। ‘ধূমকেতু’ মুক্তি পেলে, সেখানে ৮২ বছরের এক বৃদ্ধের চরিত্রে অভিনয় করতে দেখবেন। আমাকে যা প্রতিনিয়ত তাড়া করে বেড়ায়, তা হল আমি নতুন কী করলাম।’

তিনি বলেন, ‘কপি-পেস্ট ছবিতে আমি আর নেই। দিন-রাত পরিশ্রম করে ছবি বানালাম, প্রোমোশন প্ল্যান করলাম, তার পর এ ধরনের একটা ছবি করলে আমি আবার পিছিয়ে যাব।’

জীবন নিয়ে দেব বলেন, ‘আমার পৃথিবী দেখার খুব শখ। নতুন দেশ, বেশভূষা, খাবারদাবার… বেড়াতে গেলে সব জায়গাই আমার পছন্দ। আমারা তো জীবনে রোজগার আর প্রেমটেমেই শেষ হয়ে গেলাম। পৃথিবীতে এত কিছু দেখার আছে, শেখার আছে, উপভোগ করলাম না। তারপর হঠাৎ একদিন হার্ট অ্যাটাক হল, সব শেষ! আফটার ফিফটি ওই আক্ষেপ যেন না থাকে যে, আমি ওই জায়গাটা দেখিনি। প্রথম বার আমেরিকা যাওয়া, প্রথম আউটডোর, প্রথম পাসপোর্ট... এগুলো আমার কাছে খুব ইন্সপায়ারিং‘

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে