বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০১৭, ০৩:২৫:৩৯

শেন ওয়াটসনের সঙ্গে রেসলার জন সিনা যখন বিধ্বংসী ব্যাটসম্যান!

শেন ওয়াটসনের সঙ্গে রেসলার জন সিনা যখন বিধ্বংসী ব্যাটসম্যান!

বিনোদন ডেস্ক : তিনি বিশ্বখ্যাত রেসলার। রিংয়ে প্রতিপক্ষকে ঢিসুম ঢিসুম মেরে ঘায়েল করা তার। সেই রেসলার যদি ২২ গজে ব্যাট হাতে ঝড় তোলেন তাহলে কেমন হবে? অবিশ্বাস্য হলেও এমন ঘটনাই ঘটেছে। অজি তারকা ব্যাটসম্যান শেন ওয়াটসনের সঙ্গে ২২ গজের লডা়ইয়ে নেমেছিলেন এই রেসলার। ঢিসুম ঢিসুম নয়; ব্যাট হাতে ওয়াটসনের সঙ্গে ছক্কা হাঁকানোর মজার খেলায় মেতে ওঠেন ডব্লিউ ডব্লিউ লিজেন্ড জন সিনা।

অস্ট্রেলিয়ার নামী ক্রিকেট ক্লাব সিডনি থান্ডার্সের মাঠে এমন দৃশ্য দেখা গেল বুধবার। একটি হলিউড সিনেমার প্রচারের জন্য ক্রিকেটারদের সঙ্গে কিছু সময় কাটান সিনা। এই প্রীতি আয়োজনে সিনা কেমন ছক্কা হাঁকায় সেটাই ছিল আকর্ষণের কেন্দ্রে।  ওয়াটসন অবশ্য সিনার ব্যাটিং দেখে ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, 'চাইলে ব্যাট হাতে বাইশ গজ মাতিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন সিনা। '

জানা গেছে, ওয়াটসনের বলে কয়েকটি ছক্কাও নাকি মেরেছেন সিনা।
ক্লাবটির ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছে সেই মুহূর্তগুলোর কিছু ছবি।  প্রিয় রেসলার সিনাকে ব্যাট হাতে মজার খেলায় মাততে দেখে সোশ্যাল মিডিয়ায় লাইক-কমেন্ট-শেয়ারের ঝড় তুলেছে সিনা অনুরাগীরা। ডিসেম্বরে ভারতে মাটিতে প্রথমবারের জন্য বসতে চলেছে ডব্লিউ-ডব্লিউ ই এর আসর। সেই ম্যাচে অতিথি হিসেবে ভারতে যেত পারেন সিনা।
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে