বিনোদন ডেস্ক: বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেতা তৌসিফ মাহবুব। তৌসিফের দীর্ঘদিনের প্রেমিকা জান্নাতুল ফেরদৌস জারাই হচ্ছেন পাত্রী।
আগামী বছরের ৯ ফেব্রুয়ারি তার বিয়ের তারিখ চূড়ান্ত হয়েছে। এ নিয়ে গত ২০ নভেম্বর কালের কণ্ঠ অনলাইন ভার্সনে বিয়ে করছেন তৌসিফ শিরোনামে একটি খবর প্রকাশ হয়।
সে সময় তৌসিফ বিষয়টি এড়িয়ে গেলেও ঘনিষ্ঠ কয়েকটি সূত্র বিয়ের বিষয়টি নিশ্চিত করেছিল। এমনকী পাত্রী ও বিয়ের তারিখ সবিস্তারে কালের কণ্ঠের ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল। এবার আর লুকালেন না তৌসিফ। নিজেই নিশ্চিত করলেন বিয়ের খবর।
এ নিয়ে গতকাল বুধবার রাতে ফেসবুকে তৌসিফ মাহবুব হবু স্ত্রী জান্নাতুল ফেরদৌস জারা'র একটি ছবি পোস্ট করে লেখেন, নিজে বলছি এবার, সানাই বাজবে! ২০১৮ ভাষা ও ভালোবাসার মাসে বিয়ে করব। দোয়া করবেন।
তৌসিফ কোট করে লেখেন, 'ওরা কারা? যারা মানুষের বিয়ের সংবাদে ''ডিভোর্স কবে" কমেন্ট করে?'
জানা গেছে, পাত্রী জারার বাসা ঢাকার মিরপুরে।
বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)-তে বিবিএ-তে পড়াশোনা করছেন জারা। তিন বছরের বেশি সময় ধরে তৌসিফের প্রেমের সম্পর্ক।
২০১৩ সালের ভালোবাসা দিবসের নাটক 'অল টাইম দৌড়ের উপর' আলোচনায় আসেন তৌসিফ। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। জনপ্রিয়তা তাঁকে আকণ্ঠ পান করেছে।
এমটি নিউজ/ আ শি /এএস