বিনোদন ডেস্ক : একজন মুসলমান হয়েও কেন গণেশ পূজা করেন সালমান খান- এ নিয়ে তোলপাড় কম হয়নি ভারতে। পর্দায় তাকে হিন্দু ও মুসলমান- দুই চরিত্রেই সমানতালে দেখা গেছে। সালমানের ধর্মীয় পরিচয়টা আসলে কী? উত্তর দিলেন এই তারকা নিজেই।
হিন্দুস্তান টাইমস-এর ইয়ুথ লিডারশিপের বক্তা হিসেবে হাজির হয়ে সালমান বলেন, ‘আমাদের ইন্ডাস্ট্রির কোনো ধর্ম নেই। আমার বাবা একজন মুসলিম, আমার মা একজন হিন্দু এবং আমি একজন মানব সন্তান।’
সালমানের বাবা বিখ্যাত চিত্রনাট্যকার সেলিম খান। তার মা সুশীলা চরক একজন হিন্দু ধর্মাবলম্বী। একারণে সালমানদের বাড়িতে ঈদের পাশাপাশি পালিত হয় পূজাও। এ দিন বিভিন্ন বিষয়ে তরুণদের সঙ্গে প্রাণ খুলে কথা বলেন সালমান খান।
আলোচনায় উঠে আসে সঞ্জয় লীলা বনশালীর নতুন সিনেমা ‘পদ্মাবতী’ বিষয়ক বিতর্কও। বনশালীর একাধিক সিনেমায় অভিনয় করে খ্যাতি লাভ করেছেন সালমান।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সিনেমা নিয়ে যখন এধরণের বিতর্কের সৃষ্টি হয়, তখন সেটি খুবই দুঃখজনক। কারণ, মানুষ এতে ভয় পেয়ে যায়, তারা সিনেমা হলে যাওয়াই বন্ধ করে দেয়। ফলে সিনেমার গোটা ব্যবসাই ক্ষতির মুখে পড়ে।’
সামনেই মুক্তি পাবে সালমানের নতুন সিনেমা ‘টাইগার জিন্দা হ্যায়’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ। -হিন্দুস্তান টাইমস
এমটিনিউজ/এসএস