বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০১৭, ০৯:২৮:৪৩

মেয়েকে সবকিছু জানিয়ে দেবেন সানি লিওন

মেয়েকে সবকিছু জানিয়ে দেবেন সানি লিওন

বিনোদন ডেস্ক: সবে সবে মা হয়েছেন সানি লিওন। ভারতের মহারাষ্ট্রের লাতুর থেকে বছর দেড়েকের কন্যা সন্তানকে দত্তক নেওয়ার পর তাকে নিয়ে বেশ সুখেই আছেন ওয়েবার দম্পতি। সম্প্রতি ডিজনিল্যান্ডে একমাত্র মেয়ে নিশার জন্মদিনও পালন করেন সানি লিওন এবং তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবার।

যদিও মেয়েকে দত্তক নেওয়ার পর কম কটাক্ষ সহ্য করতে হয়নি প্রাক্তন পর্ন তারকা সানি লিওনকে। নেটিজেনদের একাংশ যখন সানির প্রশংসা করেছেন, সেই সময় আর এক অংশ সানিকে নিয়ে কটাক্ষের জোয়ার বইয়ে দিয়েছেন। যদিও তাতে দমে যাননি সানি লিওন ও ড্যানিয়েল ওয়েবার।

সানি জানিয়েছেন, নিশা বড় হলে, ওকে সবকিছু জানিয়ে দেওয়া হবে। দত্তক নেওয়া থেকে শুরু করে দত্তক সংক্রান্ত সমস্ত কাগজপত্র গুছিয়ে রাখা হয়েছে। নিজের এই সিদ্ধান্তের একটি সংবাদমাধ্যমের সাক্ষাতকারে স্পষ্ট জানিয়েছেন সানি লিওন।
এমটি নিউজ/ আ শি /এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে