স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টির রাজা বলা হয় ওয়েস্ট ইন্ডিজকে। কিন্তু ফরমেটটা একটু বড় হলেই কেমন যেন অচেনা ক্যারিবিয়রা। টেস্টের মত কঠিন ফরমেটে তো আরও। ওয়েলিংটনে কাল ভোরে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে খেলতে নামবে জেসন হোল্ডারের দল, যেখানে গত ২২ বছরে সিরিজ জেতেনি ওয়েস্ট ইন্ডিজ।
হোল্ডার তবু ভালো করার ব্যাপারে আশাবাদী। ক্যারিবিয় অধিনায়ক মনে করছেন, সাম্প্রতিক সময়ে তার দলের বেশ কয়েকটি সাফল্য আছে টেস্টেও। এর মধ্যে আছে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয়। ইংল্যান্ডের বিপক্ষে ৩২২ রান তাড়া করে জেতার মত সাফল্য।
হোল্ডার তাই মনে করছেন, তার দল টেস্টে বেশ ভালো অবস্থানে আছে বর্তমানে। ওয়েলিংটন টেস্টকে সামনে রেখে তিনি বলেন, 'আমার মনে হয়, আমাদের এই দলটি বর্তমানে ভালো অবস্থানে আছে। গত এক বছরে আমরা বেশ ভালোভাবে গড়ে উঠেছি। আমরা এখনও বাতিল পণ্য হয়ে যাইনি। এখনও উন্নতির অনেক জায়গা আছে। তবে আমরা সঠিক পথেই আছি।'
টেস্টে ক্যারিবিয়দের সাম্প্রতিক সাফল্য নিয়ে হোল্ডার বলেন, 'আমার মনে হয়, এটা দারুণ সিরিজ হবে। বিশেষ করে জিম্বাবুয়ে থেকে জিতে আসার পর। আমি দলের উন্নতি নিয়ে খুশি। এর আগে আমরা ইংল্যান্ডেও ভালো ক্রিকেট খেলেছি।'
এমটি নিউজ/ আ শি /এএস