বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০১৭, ১০:৫৬:২৬

চমক দিয়েই সবাইকে চমকে দিবেন নিশীতা!

চমক দিয়েই সবাইকে চমকে দিবেন নিশীতা!

বিনোদন ডেস্ক: নিশীতা বড়ুয়ার কন্ঠে ভিন্নতা থাকাতেই তার গায়কীতে ভিন্ন রকম বৈশিষ্ট খুঁজে পাওয়া যায়।  আর এই কারণেই তার কন্ঠের গানগুলো অতি সহজেই অন্য শিল্পীদের থেকে পৃথক করা যায়। মূলত একজন কন্ঠশিল্পীর স্বার্থকতা এখানেই, শ্রোতারা গান শুনেই বলে দিতে পারেন যে এটা কোন শিল্পীর গান। নিশীতা অনেক আগেই তার কন্ঠের এই আলাদা বৈশিষ্ট তুলে দরথে পেরেছেন। নিশীতার সর্বশেষ দুটি গান ‘তুমি আমি’ এবং ‘হিয়া’ শ্রোতা মহলে বেশ আলোড়ন ফেলেছিল।  উভয় দুটি গানেরই কথা ‍ও সুর করেছেন জাহাঙ্গীর রানা এবং শান ছিলেন সঙ্গীতায়োজনে।

নিশীতা জানান যে, আমি দুটো গানের জন্যই বেশ সাড়া পাচ্ছি।  মূলত আমি খুব কম গান করে থাকি; বাঁছাই করে করে পছন্দমত গান করার জন্য চেষ্টা করি।  তবে যা কিছুই করি না কেনো, মনের ভেতর থেকে যদি আবেগ ভালোবাসা না আসে তাহলে কন্ঠ দিতে মোটেও ভালো লাগে না। তুমি আমি এবং হিয়া দুটো গানই আমার হৃদয়ের গান। শ্রোতা-দর্শকদের সাড়া পাচ্ছি, তারা গান দুটি পছন্দ করেছেন। তাদের ভালো লাগাতে নিজেরো ভালো লাগছে।

তবে বর্তমানে এই গায়িকা স্টেজ শো নিয়েই ব্যস্ত সময় পার করছেন।  ইতিপূর্বে তিনি বেশ কিছু ওস্তাদদের নিকট থেকে তালিম নিলেও এখন তিনি ভারতের তুষার দত্তের নিকট থেকে তালিম নিচ্ছেন।পাশাপাশি নিশীতা তার নতুন কাজ নিয়েও ব্যস্ত রয়েছেন।  তবে তার নতুন কাজে চমক থাকছে।  চমকের বিষয়টা চমক দেওয়ার জন্যই এখন তা গোপন রাখছেন। সময় হলেই তা সবার উদ্দেশ্যে জানিয়ে দিয়ে সবােইকে চমকে দিবেন এই গায়িকা।
এমটি নিউজ/ আ শি /এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে