বিনোদন ডেস্ক: আগামী ২২ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে ‘ভালো থেকো’ শিরোনামের সিনেমা। সিনেমাটি পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু। আর এতে চিত্রনায়িকা তানিন সুবহা অভিনয় করেছেন। তানিন সুবহার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি এতটাই বেশি এক্সসাইটেড যে তা বলে বুঝাতে পারব না। ছবির মুক্তির তারিখ নির্ধারণ হওয়ার পরে মনে হচ্ছে যেনো কোনো অ্যাওয়ার্ড পেতে যাচ্ছি আমি। আমার জন্য এই ছবিটি অনেক অনেক স্পেশাল। কেননা আমি প্রথমবারের মত রাজু ভাইয়ের সাথে কাজ করছি।
প্রসঙ্গত তানিন সুবহার উক্ত ছবিটি ছাড়াও আরো তিনটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছেন। যথাক্রমে কামরুল কাজলের ‘অবাস্তব ভালোবাসা’, মুকুল জাভেদ জাহিদের ‘দুই রাজকন্যা’ ও নেত্রবাদির ‘দেমাগ,। আর বর্তমানে বর্তমানে গাজী জাহাঙ্গীরের ‘প্রেমের বাঁধন’, ইমদাদুল হক খানের ‘মন নিয়ে লুকোচুরি’, মিজানুর রহমান শামীমের ‘বীর বাঙালী’ ও ‘দাদা গুরু দুর্গা দেবী’, মুকুল নেত্রবাদির ‘রাজা রানির গল্প’, মির্জা সাখাওতের ‘স্বপ্ন যাত্রা’ ও রুবেল মাহমুদের ‘গল্পটা কার’ ঝবিতে কাজ করে যাচ্ছেন।
এমটি নিউজ/ আ শি /এএস