বিনোদন ডেস্ক : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হকের মৃত্যুতে শোক ছায়া নেমে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মেয়র আনিসের মৃত্যুর পর থেকে সেলিব্রেটিরাও তাকে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেন।
অভিনেতা ওমর সানি তার ফেসবুকে মেয়র আনিসের ছবি পোস্ট করে লেখেন, জানি না, দেশে এমন একজন মানুষ আবার কবে পাওয়া যাবে। দোয়া করছি, আল্লাহ আপনার আত্মার শান্তি দান করুন।
অভিনেত্রী পরীমণি তার ফেসবুকে মেয়র আনিসের সাথে একটি অনুষ্ঠানের ছবি পোস্ট করে লেখেন, মেয়র আনিসুল হক আপনাকে এত ভালোবাসতাম টের পাইনি আগে।
অভিনেত্রী শাহানাজ খুশি লেখেন, স্যার ,জানুয়ারী মাসে আপনার হাত থেকে যখন Rtv এওয়ার্ড নিলাম সেদিন কল্পনাও করিনি এটা একটা বেদনার স্মৃতি হয়ে যাবে!!! আপনাকে বড্ড বেশী প্রয়োজন ছিল আমাদের সবার! ভাবতে পারছি না...
অভিনেতা চঞ্চল চৌধুরি লেখেন, আনিস ভাই। মেনে নেওয়া সত্যি কঠিন। এভাবে চলে যাওয়া? কিছু বলার ভাষা নেই। হে মানুষ...চিরশান্তিতে ঘুমান.......শুধুই শ্রদ্ধা।
এমটিনিউজ/এসবি