শুক্রবার, ০১ ডিসেম্বর, ২০১৭, ০৯:৩২:৩৯

কুপ্রস্তাব- উত্তরে যা লিখলেন সুন্দরী সুলগ্না

কুপ্রস্তাব- উত্তরে যা লিখলেন সুন্দরী সুলগ্না

বিনোদন ডেস্ক: অভিনয়ের বিনিময়ে পরিচালক-প্রযোজকদের দ্বারা শিল্পীদের শারীরিক হেনস্তার শিকারের ঘটনা বহু আগে থেকেই ঘটে আসছে। তবে একই অপরাধে নামি হলিউড প্রযোজক হার্ভে ওয়াইনস্টেইনকে অস্কার বোর্ড থেকে ছেটে ফেলার পর থেকেই এ বিষয়ে সরব হয়ে উঠেছে তামাম অভিনয় জগত। অনেক হলিউড-বলিউড অভিনেত্রীই বিভিন্ন সময়ে তাদের সঙ্গে ঘটে যাওয়া খারাপ স্মৃতির কথা শেয়ার করেছেন।

তবে এবার মৌখিক নয়, একেবারে লিখিত প্রমাণ নিয়ে প্রকাশ্যে হাজির হলেন ভারতের টেলিভিশন অভিনেত্রী সুলগ্না চট্টোপাধ্যায়। যেখানে অভিনেত্রীকে ‘কম্প্রোমাইজ’করার কথা বলা হয়েছে!

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সুন্দরী সুলগ্নাকে ‘কম্প্রোমাইজ’করার অফার দেয়া হয়। সঙ্গে সঙ্গেই সেই অফার ফিরিয়ে দেন তিনি। তবে সেই কথোপকথনের স্ক্রিন শট তুলে শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। তিনি লিখেছেন, ‘এই ধরনের অফার এত সাধারণ হয়ে গেছে যে, আর প্রভাবিত হওয়ার কোনো কারণ নেই। ’

সুলগ্না আরো বলেন, ‘আমি ক্যাজুয়ালি ওই অফারের মেসেজ পোস্ট করেছিলাম। কোনো পাবলিসিটি চাইনি। বলিউডের প্রথম সারির এক তারকার সঙ্গে বিজ্ঞাপনের অফার ছিল ওটা। অফকোর্স আমি খুব খুশি ছিলাম। কিন্তু পরে ওই ব্যক্তি আমাকে বলেন, প্রজেক্টটায় কী কী করতে হবে। তখন আমি পিছিয়ে আসি। ’

অভিনেত্রী আরো জানিয়েছেন, ‘বলিউডের প্রথম সারির তারকাদের কাছ থেকে তিনি কখনও এমন অফার পাননি। সব সময়ই কিছু ‘মিডলম্যান’পরিচালক অথবা নায়কদের হয়ে এই প্রস্তাব নিয়ে আসেন।’ ফলে ‘কাস্টিং কাউচ’যে অভিনয় জগতে ভরপুর রয়েছে, সুলগ্নার পোস্ট সেই সত্যিকেই আরো খোলামেলা করে দিল।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে