শুক্রবার, ০১ ডিসেম্বর, ২০১৭, ০৪:৩৫:০০

আমি বিরাট কোহলিকে ভালোবাসি : মানুসী

আমি বিরাট কোহলিকে ভালোবাসি : মানুসী

বিনোদন ডেস্ক : সদ্য 'মিস ওয়ার্ল্ড' হয়েছেন মানুষী ছিল্লার। বিশ্বমঞ্চে মুখ উজ্জ্বল করেছেন দেশের। তার পরেই দেশে কার্যত সেনসেশন হরিয়ানার সুন্দরী। গতকাল এক অনুষ্ঠানে মানুষী জানিয়ে দিলেন তার পছন্দের ক্রিকেটারের নাম।

তিনি অবশ্য আর কেউ নন, স্বয়ং বিরাট কোহলি। সেই অনুষ্ঠানে মানুষীকে বলতে শোনা যায়, ''আমি বিরাট কোহলিকে ভালোবাসি। ওর কৃতিত্ব সত্যি গর্ব করার মতো।

সেই অনুষ্ঠানেই মানুষী তার স্বপ্নের পুরুষ বিরাট কোহলির সাক্ষাত্‍ পান। কোহলির সঙ্গে সাক্ষাতের পরে তাকে রীতিমতো আপ্লুত দেখায়। দেশের যুব সমাজের দুই আইকনকে অবশ্য বেশ খোলামেলা মেজাজেই পাওয়া যায় সেই অনুষ্ঠানে।

তারকা ক্রিকেটারকে সামনে পেয়ে বিরাটকে প্রশ্নও করে ফেলেন মানুষী। প্রিয়াঙ্কা চোপড়ার 'মিস ওয়ার্ল্ড' হওয়ার ১৭ বছর পর বিশ্বসুন্দরী খেতাবজয়ী মানুষী বলেন, ''আপনি বিশ্বের অন্যতম সেরা একজন ব্যাটসম্যান। আপনি ভবিষ্যত্‍ ক্রিকেটারদের কীভাবে অনুপ্রাণিত করতে চান?''

জবাব দেওয়ার সমেয় নিজের ব্যাটিংয়ের মতোই দক্ষতা দেখান জাতীয় দলের অধিনায়ক। বলেন, ''কোনও কিছু করার সময়ে এটা উপলব্ধি করাটা ভীষণ জরুরি যে, কীভাবে আমি মাঠে নিজেকে প্রকাশ করব। এই প্রকাশ করার ভঙ্গীতে কোনও রকম কৃত্রিমতা থাকা উচিত নয়। এটা সরাসরি হৃদয় থেকে আসা উচিত। না হলে সমর্থকরা এই ভণ্ডামি ধরে ফেলবে। এবং কখনই তাদের সঙ্গে আত্মিক সম্পর্ক স্থাপিত হবে না।''
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে