শুক্রবার, ০১ ডিসেম্বর, ২০১৭, ০৫:০৫:০৩

দিলীপ কুমারের অবস্থার অবনতি, দোয়া চাইলেন তার স্ত্রী

দিলীপ কুমারের অবস্থার অবনতি, দোয়া চাইলেন তার স্ত্রী

বিনোদন ডেস্ক : বলিউডের জীবন্ত কিংবদন্তি দিলীপ কুমারের জন্য দোয়া চাইলেন তার স্ত্রী সায়রা বানু। বলিউডের বর্ষীয়ান এই অভিনেতার আবরো শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। সম্প্রতি ব্রংকিয়াল নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন তিনি।

আর এই বিপদের সময়ে স্বামীর পাশে দাঁড়িয়ে নিজেকে যোগ্য সহধর্মিণীর পরিচয় দিলেন সায়রা বানু। দিলীপ কুমারের জন্য দোয়া চেয়ে তিনি বলেন, ইউসুফ সাব (দিলীপ কুমার) চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তিনি ব্রংকিয়াল নিউমোনিয়ায় আক্রান্ত।

সবাই তার জন্য দোয়া করবেন যেন তিনি সুস্থ হয়ে ওঠেন। এর আগে শ্বাস প্রশ্বাসে সমস্যা দেখা গেলে হাসপাতালে নেওয়া হয় দিলীপ কুমারকে। কয়েকদিন মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। রোগ থেকে সেরে উঠে আবারও ভক্তদের মাঝে ফিরে আসেন দিলীপ কুমার।

তার উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে রয়েছে ‘আন্দাজ’, ‘আন’, ‘দেবদাস’, ‘ক্রান্তি’, ‘কর্ম’, ‘সওদাগর’ প্রভৃতি। ১৯৯৮ সালে সর্বশেষ ‘কিলা’ ছবিতে অভিনয় করেন দিলীপ কুমার।

হিন্দি ছবিতে তার অবদানের স্বীকৃতিস্বরূপ গত বছর তাকে পদ্মবিভূষণ পদক দেওয়া হয়। এ ছাড়া ১৯৯১ সালে পদ্মভূষণ এবং ১৯৯৪ সালে দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হন গুণী এই অভিনেতা।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে