শনিবার, ০২ ডিসেম্বর, ২০১৭, ১২:৫০:১৬

এমন মহানুভব প্রধানমন্ত্রী আর কখনো পাব কিনা জানি না : আনোয়ারা

এমন মহানুভব প্রধানমন্ত্রী আর কখনো পাব কিনা জানি না : আনোয়ারা

বিনোদন ডেস্ক : কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা। আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। শুধু বড় পর্দা নয়, নৃত্য, মঞ্চ, টিভি নাটকেও দেখিয়ে যাচ্ছেন সমান পারদর্শিতা। সম্প্রতি অভিনয় করলেন ‘ডিবি’ ধারাবাহিকের ‘মা’ পর্বে।

গতকাল এক বহুল প্রচারিত দৈনিকে সাক্ষাৎকার দিতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আনোয়ারা বলেন, এমন একজন মহানুভব প্রধানমন্ত্রী আর কখনো পাব কিনা জানি না। সব সময়ই তিনি অসহায় মানুষ আর শিল্পীদের কল্যাণে অগ্রগামী।’
 
তিনি বলেন, যখন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গেলাম পরম মমতায় তিনি আমাকে বুকে টেনে নিলেন। তার বুকে গিয়ে আমার সব কষ্ট দূর হয়ে গেল। উনার নির্মল হাসিতে মুগ্ধ হয়েছি। তিনি আমাদের প্রকৃত অভিভাবক। তার কাছে আমি চিরঋণী।

আনোয়ারা বলেন, দোয়া করি সৃষ্টিকর্তা যেন তাকে দীর্ঘজীবী আর কর্মময় জীবন দেন। প্রধানমন্ত্রীর ছোটবোন শেখ রেহানা অসহায়দের চিত্র সব সময় প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। তার কাছেও আমি চির কৃতজ্ঞ।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে