শনিবার, ০২ ডিসেম্বর, ২০১৭, ১০:২১:২৭

বিয়ে করছেন রাজ-শুভশ্রী

বিয়ে করছেন রাজ-শুভশ্রী

বিনোদন ডেস্ক : আবারো শিরোনামে রাজ-শুভশ্রী জুটি। ব্রেকআপের পরিবর্তে এবার নাকি বিয়ের পিঁড়িতে বসছেন এই টালিউড জুটি।

টালিউড সূত্রের খবর, পূজার পরে গোয়ায় ঘুরতে গিয়েই নাকি বিয়ের সিদ্ধান্ত পাকাপাকি করেছেন দু’জনে। পূর্ব পরিকল্পনা অনুযায়ীই ফেব্রুয়ারিতে জুটি বাঁধবেন রাজ-শুভশ্রী, এমনই জল্পনা ইন্দ্রপুরীতে।

যদিও রাজ-শুভশ্রীর বিয়ের খবর এর আগেও হৈ চৈ ফেলেছিল টালিউডে। মাঝে ত্রিকোণ প্রেমের খবরে পারদ আরও চড়ে। টালি ইন্ডাস্ট্রির অনেক নায়িকার সঙ্গেই নাম জড়িয়েছিল রাজের।

সম্প্রতি অতীত হয়ে যাওয়া মিমি চক্রবর্তীর সঙ্গেও নাম জড়ায় তার। কিন্তু এসব এখন অতীত। মিমির সঙ্গে পাকাপাকি বিচ্ছেদ হয়েছে তারকা পরিচালকের। আগামী ভ্যালেন্টাইন মাসেই বান্ধবী শুভশ্রীর সঙ্গেই বিয়ে হওয়ার কথা রাজের। আর এসবই হবে নিশব্দ গোপনীয়তায়। এমন গুঞ্জনই শোনা যাচ্ছে।

টালিউডের এই দুই তারকাই নিজেদের বিয়ে নিয়ে একেবারে ‘স্পিকটি নট’ অবস্থান নিয়েছেন। অতীতে রাজ চক্রবর্তী, শুভশ্রী এবিং মিমি চক্রবর্তীর ত্রিকোণ প্রেমের খবরে যেভাবে গুঞ্জন তৈরি হয়েছে, সেই কারণেই নাকি এবার চুপিসারে সাতপাকে বাঁধা পড়ার সিদ্ধান্ত নিয়েছেন এই তারকা যুগল।

তবে এখনও এই জুটির কেউই এ বিষয়ে মুখ খুলেননি।
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে