শনিবার, ০২ ডিসেম্বর, ২০১৭, ০১:৩২:১৭

বরফের উপর নায়িকা ক্যাটরিনাকে আঁকলেন সালমান খান

  বরফের উপর নায়িকা ক্যাটরিনাকে আঁকলেন সালমান খান

বিনোদন ডেস্ক: অস্ট্রিয়ার বরফাচ্ছন্ন লেকের মাঝে দাঁড়িয়ে বলিউড তারকা সালমান খান ও ক্যাটরিনা কাইফ। বরফের ক্যানভাসেই বিশালাকৃতিতে আঁকা ক্যাটরিনার মুখের হুবহু অবয়ব, যার কারিগর স্বয়ং সালমান খান! কল্পনা নয়, ঘটনা বাস্তব; প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনাকে এই উপহার সালমান দিয়েছেন মুক্তি প্রতীক্ষিত ‘টাইগার জিন্দা হ্যায়’ এর একটি গানে।

‘দিল দিয়া গাল্লান’ শিরোনামের গানটি মুক্তি পাবে শীঘ্রই। তার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ক্যাটরিনার ছবির সামনে দাঁড়িয়ে থাকা দুই শিল্পীর এই দৃশ্য। পুরো গানের মূল আকর্ষণই সালমানের হাতে আঁকা ক্যাটরিনার এই ছবি।

পরিচালক আলী আব্বাস জাফর জানান এই ছবি আঁকতে তাঁদেরকে প্রাকৃতিক রঙের ব্যবস্থা করতে হয়েছে কারণ বরফে সব রঙ বসে না। এরপর ২০ ফুট বাই ২০ ফুটের এই ছবি সালমান এঁকেছেন অনায়াসেই।

‘টাইগার জিন্দা হ্যায়’ মুক্তি পাবে ২০১৭ এর ২২ ডিসেম্বর। এদিকে প্রাক্তন প্রেমিকার ছবি আঁকার খবর চাউর হবার পর বলিউড পাড়ায় আবারও সালমান-ক্যাটরিনা জুটির পুনরায় প্রেমের জোরালো গুঞ্জন শোনা যাচ্ছে। মিড ডে
২ ডিসেম্বর ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে