বিনোদন ডেস্ক : বিয়ে করলেন জনপ্রিয় র্যাম্প মডেল ও অভিনেত্রী ইমি। গতকাল শুক্রবার রাতে রাজধানীর বেইলি রোডের এক রেস্তোরাঁয় তার আকদ অনুষ্ঠিত হয়। ইমির বরের নাম রিফাত আবদুল্লাহ আজমি। দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
এ প্রসঙ্গে ইমি বলেন, আমরা দুজনই র্যাম্প মডেলিংয়ের সঙ্গে জড়িত। গত বছর আজমির সঙ্গে আমার পরিচয়। এরপর আমাদের দুজনের অনেক কিছুই মিলে যায়। ওর সঙ্গে বিয়েতে পরিবারের সবাই মত দিয়েছেন। আমাদের নতুন জীবনের জন্য সবাই দোয়া করবেন।
তিনি বলেন, এই বিয়েতে আমার মা–বাবা খুব খুশি হয়েছেন। তারা আমাদের দোয়া করেছেন। বিয়েতে আমার শাশুড়ি আর আজমির আত্মীয়স্বজনের অনেকেই চট্টগ্রাম থেকে এসেছেন। সব মিলিয়ে আমার খুব খুশি লাগছে।’
ইমি আরও বলেন, ‘অল্প সময়ের সিদ্ধান্তে এই আকদের অনুষ্ঠান আয়োজন করেছি। আর সবকিছু আমি একাই গুছিয়েছি। তাই আগে অনেককেই জানাতে পারিনি।’
ইমি জানান, তার বর আজমি এখনো র্যাম্প মডেলিং করছেন। পাশাপাশি চীনের একটি প্রতিষ্ঠানে কর্মরত। তার শ্বশুর এখন সৌদি আরবে আছেন। বিয়ের সময় তার সঙ্গে কথা হয়েছে। শিগগিরই তিনি দেশে আসবেন। এরপর বিবাহোত্তর অনুষ্ঠানের আয়োজন করা হবে।
এমটিনিউজ/এসএস