শনিবার, ০২ ডিসেম্বর, ২০১৭, ১০:৩৩:৩১

মিমির জীবনে নতুন বন্ধুর আগমন

মিমির জীবনে নতুন বন্ধুর আগমন

বিনোদন ডেস্ক: টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর জীবনে নতুন বন্ধুর আগমন হয়েছে। মিমি স্বয়ং এই তথ্য শেয়ার করেছেন। এমনকি সোশ্যাল মিডিয়ায় নতুন বন্ধুর ছবি দিয়েছেন মিমি।

একটি পাখিটির ছবি টুইট করেছেন মিমি। সকালবেলা তার বারান্দায় আসা নতুন বন্ধুর সঙ্গে ওয়েব দুনিয়ার পরিচয় করিয়ে দিয়েছেন অভিনেত্রী।

এমনিতে টলিউডে সকলের পছন্দের অভিনেত্রী মিমি। তার বন্ধু সংখ্যাও কম নয়। এই নায়িকার জীবনের বিশেষ বন্ধু নিয়েও চর্চা কম নয়। বিশেষ করে পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে তার সম্পর্কের কথা বার বার এসেছে।
এছাড়া পশু-পাখিদের প্রতি প্রবল ভালবাসা রয়েছে নায়িকার। তার দুই পোষ্য কুকুর তার কাছে সন্তানের মতো। এবার আরও এক নতুন বন্ধুর খোঁজ দিলেন তিনি।
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে