শনিবার, ০২ ডিসেম্বর, ২০১৭, ১০:৩৪:৫৯

‘আমরা একে অপরের সঙ্গে কাজ করে আরাম পাই’

‘আমরা একে অপরের সঙ্গে কাজ করে আরাম পাই’

বিনোদন ডেস্ক : বিজ্ঞাপন তরঙ্গের নিয়মিত মানুষ ছিলেন দু’জনে। সঙ্গে চলছিল নাটকের কাজ। চলচ্চিত্রের টানে বিজ্ঞাপন বাজার থেকে মাঝে নিজেদের প্রত্যাহার করে রেখেছিলেন অনির্দিষ্টকালের জন্য। তবে সিনেমার ফাঁকে দু’জনেই কিছু নাটক করেছেন, গল্পের সুবাসে।

তারা হলেন অনিমেষ আইচ এবং আশনা হাবিব ভাবনা। যে দু’জনকে নিয়ে সাম্প্রতিক মিডিয়ার ওপেন সিক্রেট দাবি, তারা ভালো বন্ধু কিংবা তারও খানিক বেশি। ‘ভয়ঙ্কর সুন্দর’ এবং কয়েকটি নাটকের পর তারই প্রতিচ্ছবি এবার ভিজ্যুয়ালি দেখা যাবে বিজ্ঞাপনে।

খবর, লম্বা বিরতির পর অনিমেষ-ভাবনা একসঙ্গে ফিরছেন বিজ্ঞাপন বাজারে। এরমধ্যে শেষও করেছেন শুটিং। ভাবনা জানান, বিজ্ঞাপনটি এসিআই ওয়াটার পাম্প-এর। কিন্তু এর সঙ্গে মডেল হিসেবে আপনার সম্পৃক্ততা কীভাবে! ঝটপট জবাব, ‘আছে সম্পর্ক। বলবো না। সেটা সারপ্রাইজ হিসেবে থাকুক।’

বিজ্ঞাপনে ফেরা এবং দু’জন একসঙ্গে, এ প্রসঙ্গে ভাবনা বলেন, ‘একসঙ্গের বাইরেও আমরা অনেক কাজ করি। সেসব চোখে না পড়লে আমাদের কী করার থাকে! এটা ঠিক আমরা একসঙ্গে অনেক কাজ করছি। নাটক, সিনেমা শেষে এখন বিজ্ঞাপনও। এটাও তো সত্যি কথা, আমরা একে অপরের সঙ্গে কাজ করে আরাম পাই। ক্লায়েন্ট এবং গল্প আমাদের ডিমান্ড করে। সেটাও একটা বড় বিষয়।’

আর বিজ্ঞাপনে ফেরা? ভাবনা বলেন, ‘প্রায় চার বছর পর আবার আমি বিজ্ঞাপনের কাজ করলাম। শেষ কাজ করেছি ফারুকী ভাইয়ের রবি ফোনের। এরপর নাটক এবং সিনেমার কাজে এত সিরিয়াস হয়েছি, বিজ্ঞাপনের দিকে তাকানো হয়নি। তবে আবারও শুরু করলাম। ভালোই লাগছে। যতদূর জানি, অনিমেষও চলচ্চিত্রের কারণেই বিজ্ঞাপন থেকে দূরে ছিলেন।’

ভাবনা জানান, ওয়াটার পাম্পের পর ৮ ডিসেম্বর অংশ নিচ্ছেন আরেকটি বিজ্ঞাপনের শুটিংয়ে। এবারের পণ্য হুয়াওয়ে মুঠোফোন। শুধু পণ্য নয়, এবার নির্মাতাও বদল! নাম মাকসুদ হোসাইন। ভাবনার বয়ানে, ‘দেখলেন তো, শুধু অনিমেষের কাজই করি না।’

প্রসঙ্গত, অনিমেষ আইচ বিজ্ঞাপন নির্মাণে ফিরেছেন প্রায় ছয় বছর পর। তবে শেষ কাজটির কথা তিনি এখন আর মনে করতে পারছেন না। এটুকু বলছেন, ‘‘২০১১ সালের দিকে আমার প্রথম সিনেমা ‘না-মানুষ’ এর কাজ শুরুর পর আর কোনও বিজ্ঞাপন করিনি।’’

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে