রবিবার, ০৩ ডিসেম্বর, ২০১৭, ১১:৩৭:১৭

'গিটার'-এর জন্য মালয়েশীয় মডেলের শুভেচ্ছাবার্তা

'গিটার'-এর জন্য মালয়েশীয় মডেলের শুভেচ্ছাবার্তা

বিনোদন ডেস্ক: সর্বসম্প্রতি প্রকাশিত হয়েছে মেধাবী কণ্ঠশিল্পী মিরাজ খান-এর একটি গান। বাংলাদেশের শীর্ষস্থানীয় সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় 'ভালোতো লাগেনা' শিরোনামের স্যাড-রোমান্টিক ফিউশন গানটি।

বাংলাদেশের সেলিব্রিটি মডেল ও মিডিয়া পারসনালিটি আমব্রিনা সার্জিন আমব্রিন গানটিতে মডেল হয়েছিলেন। গানটি শ্রোতামহলে ব্যাপক সাড়া ফেলে।

এবার প্রকাশের অপেক্ষায় শিল্পী মিরাজ খানের নতুন গান 'গিটার'। আগের গানটির মতো এ গানটিরও কথা ও সুর করেছেন শিল্পী নিজেই। আর সংগীত শামীম হোসেনের। গানটির অন্যতম বড় চমক- গানটিতে মডেল হয়েছেন এক মালয়েশীয় তরুণী।
আপকামিং এই গানটি সম্পর্কে সম্প্রতি একটি শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন ওই তরুণী মডেল। বার্তায় তিনি গানটির প্রশংসা করেন এবং চমৎকার এই গানটি সবাইকে শোনার আহ্বান জানান।
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে