রবিবার, ০৩ ডিসেম্বর, ২০১৭, ১২:১৪:৫৭

‘দিনশেষে শ্রোতা-দর্শকরাই কাজের ভালো-মন্দ বিচার করেন’

‘দিনশেষে শ্রোতা-দর্শকরাই কাজের ভালো-মন্দ বিচার করেন’

বিনোদন ডেস্ক: অভিনেত্রী সোহানা সাবা। ছোটপর্দার পাশাপাশি বড়পর্দাতে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। এখন পর্যন্ত বিকল্পধারার ছবিগুলোতে দেখা গেছে তাকে। তবে চলতি সময়ে তিনি একটি বাণিজ্যিক ছবিতে অভিনয় করছেন। ছবির শুটিং প্রায় শেষদিকে।

ছবিটি প্রসঙ্গে সাবা বলেন, ‘এই ছবিটি আমার জন্য নতুন একটি অভিজ্ঞতা। এবার অন্য এক আমাকে পর্দায় দেখবেন দর্শকরা। কারণ এখন পর্যন্ত আমার বিকল্পধারার ছবিগুলোই মুক্তি পেয়েছে। তাই দর্শকরা আমাকে সেভাবেই দেখেছেন। আর বাণিজ্যিক ছবির ধরনটা অনেকটা ভিন্ন। তাই এখানে আমাকে নতুনরূপেই দেখা যাবে। ছবিটির কাজ প্রায় শেষের দিকে।’
 
সম্প্রতি সাবার নামের আগে যুক্ত হলো ‘আরজে’ তকমাটি। রেডিও টুডেতে একটি শোতে আরজে হিসেবে নতুন যাত্রা শুরু করেছেন তিনি।
 
এ প্রসঙ্গে সাবা আরও বলেন, ‘এটি আমার জন্য নতুন কিছু। এখনই কোনো মন্তব্য করতে চাই না। আগে শ্রোতাদের সাড়া কেমন পাই সেটা গুরুত্বপূর্ণ। কারণ দিনশেষে শ্রোতা-দর্শকরাই আমাদের কাজের ভালো-মন্দ বিচার করেন।’
 
বড়পর্দায় ব্যস্ততার কম থাকলে ছোটপর্দাতেও কাজ করেন তিনি। তবে তার পরিমাণ খুব কম। ধারাবাহিক নাটকে তাকে দেখা না গেলেও একক নাটকে অভিনয় করেন সাবা। এখনকার নাটকের কাজগুলো প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের নাটকের মান ভালো হচ্ছে। গল্পের দিকেও এখন অনেকে জোর দিচ্ছেন। এটি ইতিবাচক একটি দিক।’
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে