রবিবার, ০৩ ডিসেম্বর, ২০১৭, ১২:৪৩:০৩

অপূর্বকে পেয়ে শ্রাবন্তী উচ্ছ্বসিত

অপূর্বকে পেয়ে শ্রাবন্তী উচ্ছ্বসিত

বিনোদন ডেস্ক: আরটিভি ডাবর ভার্টিকা ক্যাম্পাস স্টার-২০১৭ এর প্রতিযোগিতায় ৪র্থ স্থান দখল করেছিলেন শ্রাবন্তী শ্রাবণ। এবার জনপ্রিয় নাট্যনির্মাতা দীপু হাজরার হাত ধরে প্রথমবারের মতো যাত্রা করলেন টেলিভিশন নাটকে।

দীপু হাজরা পরিচালিত ‘রাইটার’ নামক একটি খণ্ড নাটকে অপূর্বর বিপরীতে অভিনয় করেছেন শ্রাবন্তী। প্রথম অভিনীত নাটকেই অপূর্বকে জুটি হিসেবে পেয়ে উচ্ছ্বসিত শ্রাবন্তী।

তিনি বলেন, ‘আমার শুরুটা এমন একজন অভিনেতার বিপরীতে করব যাতে সবাই মনে রাখে। সেই সঙ্গে পরিচালকও।

দীপু হাজরা ভাই বর্তমানে একজন আলোচিত ও জনপ্রিয় পরিচালক। উনি আমাকে নির্বাচন করেছেন, ক্যামেরার সামনে দাঁড়াবার সুযোগ করে দিয়েছেন। উনার কাছে আমি চির কৃতজ্ঞ।’

আহসান হাবিব সকাল রচিত এ নাটকে অপূর্ব-শ্রাবন্তী ছাড়াও অভিনয় করেছেন বাঁধন, গাজী রাকায়েত, টুটুল চৌধুরী, সূচনা শিকদার, সুমাইয়া পাপড়ী, মোহনা, পার্থ নন্দী প্রমুখ।
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে