রবিবার, ০৩ ডিসেম্বর, ২০১৭, ০৩:২৭:২০

দেখে নিন বলিউড সুপারস্টারদের কার কত আয়

দেখে নিন বলিউড সুপারস্টারদের কার কত আয়

বিনোদন ডেস্ক: তিন দশক ধরে খান পদবিধারী তিন নায়ক বলিউডের বক্স অফিস শাসন করে আসছেন। এরা হলেন সালমান, শাহরুখ ও আমির। ১৯৯০-এর দশকের মাঝামাঝি সময় থেকে হিন্দি চলচ্চিত্র শিল্পের সুপারস্টার আমির খান, সালমান খান ও শাহরুখ খান ‘খানস অব বলিউড’ নামে পরিচিত।

এদিকে, ‘বাহুবলি ’ এবং ‘বাহুবলি-২’ এর পর নিজেকে অন্য এক উচ্চতায় নিয়ে গেছেন ভারতের দক্ষিণী ছবির সুপারস্টার প্রভাস। পারিশ্রমিকের দিক দিয়ে অনেকে তাকেও খানদের কাছাকাছি ভাবছেন। চলুন জেনে নেয়া যাক ছবি প্রতি কার কেমন আয়।

সালমান খান

গত কয়েক বছরে একের পর এক বক্স অফিস কাঁপানো ছবি উপহার দিয়ে ক্যারিয়ারের সুবর্ণ সময় পার করছেন ‘দাবাং’ তারকা সালমান খান। পারিশ্রমিকের দৌড়েও সবাইকে টেক্কা দিয়ে সবচেয়ে এগিয়ে আছেন এ তারকা অভিনেতা। ছবিতে অভিনয়ের বিনিময়ে বিশাল অঙ্কের পারিশ্রমিক পকেটে ভরছেন তিনি। বর্তমানে ছবিপ্রতি ৭০ কোটি রুপি নিচ্ছেন সালমান।

শাহরুখ খান

বলিউডের আরেক প্রভাবশালী অভিনেতা শাহরুখ খান। তুমুল জনপ্রিয়তার কারণে ‘বলিউড বাদশাহ’ বা ‘কিং খান’ নামেই তিনি পরিচিত। তাঁর অভিনীত ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিটি বক্স অফিসে ধুন্ধুমার কাণ্ড ঘটিয়েছে। বলিউডে সবচেয়ে বেশি আয়ের রেকর্ড ধরে রেখেছিল ২০০৯ সালে মুক্তি পাওয়া আমির খানের ‘থ্রি ইডিয়টস’ ছবিটি। কিন্তু বক্স অফিস আয়ের ক্ষেত্রে শাহরুখের ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবির দুর্দান্ত গতির কাছে হেরে যায় ‘থ্রি ইডিয়টস’। ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবির আয়ের পরিমাণ ৪০০ কোটি রুপি ছাড়িয়ে গেছে। অবশ্য ‘ধুম ৩’ ছবি দিয়ে শাহরুখকে টেক্কা দিয়েছেন আমির। ৫০০ কোটি রুপি আয়ের মাইলফলক স্পর্শ করেছে ‘ধুম ৩’। নামের পাশে বলিউড বাদশাহ বা কিং খান তকমা থাকলেও পারিশ্রমিকের দৌড়ে সালমান ও আমিরের তুলনায় কিছুটা পিছিয়ে আছেন এ তারকা অভিনেতা। তাঁর পারিশ্রমিকের নির্দিষ্ট অঙ্ক উদ্ধার করা সম্ভব না হলেও বলিউডকেন্দ্রিক বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, ২০১২ সালে মুক্তি পাওয়া ‘যব তক হ্যায় জান’ ছবির পারিশ্রমিক বাবদ ৩৫ কোটি রুপি পকেটে ভরেছিলেন শাহরুখ।

আমির খান

বলিউডের অন্যতম প্রভাবশালী তারকা অভিনেতা আমির খান। নিখুঁত অভিনয় উপহার দিয়ে জয় করে নিয়েছেন অগণিত ভক্ত ও দর্শকের হূদয়। ‘মিস্টার পারফেকশনিস্ট’ তকমাও বসেছে তাঁর নামের পাশে। ছবিতে আমির খানের সম্পৃক্ততা মানেই ছবি সুপার-ডুপার হিট। এ জন্য তাঁকে বিশাল অঙ্কের পারিশ্রমিক দিয়ে ধনী বানাতে কার্পণ্য করেন না নির্মাতারা। ছবিপ্রতি আমির এখন কত পারিশ্রমিক নিচ্ছেন তা নিশ্চিত না হলেও চাউর হয়েছে সালমান খানের থেকে বেশি না হলেও কাছাকাছি অবস্থানে রয়েছেন তিনি।

প্রভাস

‘বাহুবলি ’ এবং ‘বাহুবলি-২’ এর পর নিজেকে অন্য এক উচ্চতায় নিয়ে গেছেন ভারতের দক্ষিণী ছবির সুপারস্টার প্রভাস। জানা গেছে, ‘বাহুবলি-১’ মুক্তির পর গত পাঁচ বছরে ৬ হাজার বিয়ের প্রস্তাব পেয়েছেন প্রভাস। এবং সব প্রস্তাবই কাজের জন্য কার্যত হেলায় ফিরিয়েছেন তিনি। তবে শুধু বিয়ের প্রস্তাবেই রেকর্ড নয়, পারিশ্রমিকেও রেকর্ড অঙ্ক দাবি করছেন নায়ক। ‘বাহুবলি’র সময় ২০ থেকে ২৫ কোটি রুপির প্যাকেজ নিয়েছেন প্রভাস। কিন্তু এই দুটি ছবি মুক্তির পর এখন সিনেমা পিছু ৩০ কোটি রুপি দাবি করছেন তিনি।
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে