বিনোদন ডেস্ক: বলিউড স্টার অক্ষয় কুমার ও দক্ষিণের ‘থালাইভা’ রজনীকান্তকে একসঙ্গে দেখা যাবে ‘2.0’ (টু পয়েন্ট জিরো) ছবিতে। দর্শকরাও বেশ আগ্রহ নিয়ে আছেন তাদের এক সঙ্গে দেখতে। শোনা যাচ্ছিল এটি ‘রোবট’ ছবির সিক্যুয়েল। অবশেষে ‘2.0’ (টু পয়েন্ট জিরো) ছবিটি মুক্তির জন্য আগামী বছরের এপ্রিল মাস নির্ধারণ করা হয়েছে।
জি-নিউজের খবরে বলা হয়, প্রথমে শোনা গিয়েছিল যে অক্ষয়-রজনীকান্ত জুটির বহু প্রতীক্ষিত এই ছবি চলতি বছরেরই ডিসেম্বর মাসে মুক্তি পাবে। কিন্তু তা হচ্ছে না। ছবি নির্মাতারা অবশেষে জানালেন, আগামী বছরের এপ্রিলে মুক্তি পাবে '2.0'।
ছবিতে অক্ষয় কুমার, রজনীকান্ত ছাড়াও রয়েছেন দক্ষিণী নায়িকা অ্যামি জ্যাকশনও। আশ্চর্যজনকভাবে অক্ষয় কুমারের পরবর্তী ছবি ‘প্যাডম্যান’এর মুক্তির দিন (২৬ জানুয়ারি ২০১৮) ঘোষণা হওয়ার পরই '2.0' ছবি মুক্তির দিন ঠিক করা হলো।
এমটি নিউজ/আ শি/এএস