রবিবার, ০৩ ডিসেম্বর, ২০১৭, ০৯:০১:৪৮

গত শুক্রবার বিয়ে করে আজ এই কাহিনী ঘটিয়েছেন সাদিয়া ইমি- যা অনেকেই অজানা

গত শুক্রবার বিয়ে করে আজ এই কাহিনী ঘটিয়েছেন সাদিয়া ইমি- যা অনেকেই অজানা

বিনোদন ডেস্ক: গত শুক্রবার বিয়ে করেছেন মডেল শাবনাজ সাদিয়া ইমি। কিন্তু যে করলেন সাদিয়া ইমি-সেটা অনেকেই অজানা। মডেল শাবনাজ সাদিয়া ইমি বিয়ে করেছেন রিফাত আবদুল্লাহ আজমিকে।পূর্ব পরিচিত প্রেমিক রিফাত আবদুল্লাহ আজমি নিজেও একজন মডেল।

অল্প সময়ের সিদ্ধান্তে আকদ করেছেন বলে জানান ইমি নিজেই। বিয়ের পর আজ দুজনের একান্ত মুহূর্ত শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। ফেসবুকে যুক্ত করেছেন রিলেশনশিপ স্ট্যাটাস। আজ ফেসবুকে যুক্ত করা ছবিতেই স্বামীসহ ইমিকে অন্তরঙ্গ মুহূর্তে দেখা গেছে আজ। আজকের জন্য এটাই ছিল তার ভক্তদের জন্য হট নিউজ।

গত বৃহস্পতিবার রাজধানীর বাড্ডা লিংক রোডে ইমির বাসায় হলুদসন্ধ্যার আয়োজন করা হয়। এখানে তাঁর আত্মীয়স্বজন আর বন্ধুরা উপস্থিত ছিলেন।

বিয়েরে বিষয়ে ইমি বলেন, বিয়েতে আমার মা–বাবা খুব খুশি হয়েছেন। তাঁরা আমাদের দোয়া করেছেন। আমাদের বিয়ের অনুষ্ঠানে আমার শাশুড়ি আর আজমির আত্মীয়স্বজনের অনেকেই চট্টগ্রাম থেকে এসেছেন।
সব মিলিয়ে আমার খুব খুশি লাগছে। ’

স্বামী আজমি চীনের একটি প্রতিষ্ঠানে কর্মরত। পাশপাশি র‍্যাম্প মডেলিংও করছেন। আর ইমি র‍্যাম্পে পরিচিত মুখ।
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে