রবিবার, ০৩ ডিসেম্বর, ২০১৭, ০৯:৩৪:২৩

এবার ‘চকোলেটি পিয়া’র সঙ্গে নাচবে দেড়শ ছেলে-মেয়ে

এবার ‘চকোলেটি পিয়া’র সঙ্গে নাচবে দেড়শ ছেলে-মেয়ে

বিনোদন ডেস্ক: কাজী শুভ এবং কর্ণিয়া একই প্রজন্মের শিল্পী। দুজনই এ সময়ে জনপ্রিয়। তবে প্রথমবারের মত গাইলেন একসঙ্গে। গানের শিরোনাম ‘চকোলেটি পিয়া’। ৪ ডিসেম্বর গানটির মিউজিক ভিডিওর চিত্রায়ন হবে এফডিসিতে। সে ভিডিওতে নাচবে এক সঙ্গে দেড়শ ছেলে-মেয়ে। নতুন বছরে গান এবং মিউজিক ভিওি এক সঙ্গে রিলিজ হবে।

ভারতের শতরূপা ভট্টাচার্যের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন রূপক তিয়াড়ী। প্রথমবার একসঙ্গে গাওয়া প্রসঙ্গে কাজী শুভ বলেন, কর্ণিয়া সুকণ্ঠী শিল্পী। ব্যাটে বলে মেলেনি তাই গাওয়া হয়নি একসঙ্গে। এবার গাওয়া হয়ে গেল। শ্রোতাদের ভালো লাগবে আশা করি। কর্ণিয়া এ প্রসঙ্গে বলেন, শুভ ভাইয়ের গান আমার ভালো লাগে। তার সঙ্গে গাইতে পেরে ভালো লাগছে।

গাওয়া হল গানটির মিউজিক ভিডিওতে মডেল হিসেবে থাকছে চিত্রনায়িকা সেলিনা আফ্রি ও চিত্রনায়ক আসিফ ইমরোজ। হাবিবের কোরিওগ্রাফিতে ভিডিওটিতে দেড়শতাধিক ছেলে-মেয়ে নৃত্য পরিবেশন করবে। পরিচালনা করছেন সামছুল হুদা।
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে