বিনোদন ডেস্ক: অল্প সময়ে বেশ ভালো একটি অবস্থান বলিউডে তৈরি করেছেন অভিনেত্রী তাপসী পান্নু। প্রথম ছবি ‘পিঙ্ক’ দিয়েই বাজিমাত করেছিলেন তিনি। একজন সাধারণ প্রতিবাদী নারীর ভূমিকায় দেখা গেছে তাকে সে ছবিতে। পোশাক আশাকেও সাধারণ ছিলেন এ ছবিতে। তবে ব্যাপক খোলামেলা হয়ে তিনি অভিনয় করেছেন ‘জুড়ুয়া-২’ ছবিতে। বেশ কয়েকটি দৃশ্যে বিকিনি পরেও ক্যামেরাবন্দি হয়েছেন তিনি।
পুরো ছবিতে তার আবেদনময়ী উপস্থাপন তাক লাগিয়ে দেয় দর্শকদের। আরও একবার আলোচনায় চলে আসেন তিনি। সব মিলিয়ে হট অভিনেত্রীর তকমাও জুড়ে গেছে তার নামের পাশে। সম্প্রতি নিজের এমন খোলামেলা দৃশ্যে কাজ করা বিষয়ে কথা বলতে গিয়ে বোমাই ফাটালেন তাপসী।একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন খোলামেলা হয়ে অভিনয় করতেও আপত্তি নেই তার।
এ বিষয়ে এ অভিনেত্রী বলেন, আসলে চরিত্রটাই আমার কাছে মুখ্য। ‘জুড়ুয়া-২’ ছবিতে আমার চরিত্রটিই ছিলো উজেত্তনা ইমেজের। যদি কোন ছবির চিত্রনাট্য ও চরিত্র খোলামেলা হবার দাবি রাখে তবে আমার সেরকম দৃশ্যে ক্যামেরাবন্দি হতেও কোন আপত্তি থাকবে না। কারণ আমি একজন প্রফেশনাল অভিনেত্রী। এটাই আমার কাজ।
এমটি নিউজ/আ শি/এএস