সোমবার, ০৪ ডিসেম্বর, ২০১৭, ০৪:২৫:৫৩

'দিদির বিয়ে আমার কাছে বিগ ইভেন্ট'

'দিদির বিয়ে আমার কাছে বিগ ইভেন্ট'

বিনোদন ডেস্ক: আজ ৪ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী পাওলি দাম। গুয়াহাটির পাত্র পেশায় ব্যবসায়ী অর্জুন দেবের সাথে সাতপাকে বাঁধা পড়বেন তিনি।
কিন্তু বিয়ে হোক বা রিসেপশন সবটাই একান্ত ব্যক্তিগত রেখেছেন অভিনেত্রী। তার মধ্যেও অন্দরের খবর দিতে কলম ধরলেন তার ছোট ভাই মৈনাক দাম।

দিদির বিয়ে আমার কাছে বিগ ইভেন্ট। বুঝতেই পারছেন, সব ভাইয়ের সাথে আমারও পার্থক্য নেই। আমারও একই উত্তেজনা, আনন্দ। রোববার আইবুড়োভাত। শনিবার মেহেন্দি ছিল। নাচ-গান সবই হল। বাবা-মা সকলেই রেডি ফর বিয়েবাড়ি। আমারই কয়েকটা জিনিস কেনা বাকি। রবিবার সকালে কিনে ফেললাম।

সোমবার (আজ) মেন ইভেন্ট। একেবারে ট্র্যাডিশনাল সাজবে দিদি। বিয়ের দিনটা সকলের মতোই ওর কাছেও খুব স্পেশাল। আর অর্জুনদা তো আমার নিজের দাদার মতো। ওর সাথে খুবই বন্ধুত্ব হয়ে গিয়েছে। অনেক পার্টি করেছি আমরা। মার্কেটিংয়ে আছি আমি।

কলকাতাতে অফিস হলেও কাজের সূত্রে বাইরে যেতে হয়। আর দিদিরও শুটিং থাকে। ফলে সকলে মিলে এক সাথে সময় কাটানোও হয় না। দিদির বিয়েতে সেটা হচ্ছে। চুটিয়ে আনন্দ করছি সবাই। বিয়ের পর ৬ তারিখ আমি আর দিদি গুয়াহাটি চলে যাচ্ছি। মা-বাবা তারপর যাবে।

৮ তারিখ অর্জুনদাদের বাড়িতে একটা ঘরোয়া অনুষ্ঠান রয়েছে। আর ১০ তারিখ ওখানেই রিসেপশন। দিদির জন্য একটা স্পেশাল গিফটও আছে। বিয়ের গিফট বলে কথা… একটু আলাদা তো হতেই হবে। কী বলুন তো? একটা নেকলেস। মা পছন্দ করে দিয়েছে। দিদির যে ওটা পছন্দ হবে সে ব্যাপারে আমি কনফিডেন্ট।
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে