সোমবার, ০৪ ডিসেম্বর, ২০১৭, ০৫:০২:৪৩

শাকিব-অপুর ডিভোর্সে তোলপাড় ফিল্মপাড়া; প্রশ্ন- সত্যি কী তালাক দেওয়া হয়েছে?

শাকিব-অপুর ডিভোর্সে তোলপাড় ফিল্মপাড়া; প্রশ্ন- সত্যি কী তালাক দেওয়া হয়েছে?

বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের তারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাস। দীর্ঘ আট বছর গোপনে সংসার করার পর তাদের কোলজুড়ে আসে সন্তান আব্রাহাম খান জয়। প্রায় বছরখানেক আগে অপু বিশ্বাস সংবাদ মাধ্যমে জানান তাদের বিয়ের খবর। এরপর থেকেই শাকিব-অপুর মধ্যে সম্পর্কটা ভালো যাচ্ছিলো না।

শাকিব খান অপুকে ডিভোর্স দিতে যাচ্ছেন- সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে এমন খবর প্রকাশ হয়। যদিও বিষয়টি গুজব বলেই তখন উড়িয়ে দিয়েছেন শাকিব-অপু। আবারও একই গুজবে তোলপাড় ফিল্মপাড়া। শাকিব-অপু ভক্তরাও পত্রিকা অফিসে ফোন করে ঘটনার সত্যতা জানতে চাইছেন-সত্যি কী তালাক দেওয়া হয়েছে?

তাদের প্রশ্ন- এবারও কি গুজবটাই সত্যি বলে প্রমাণিত হলো? বিষয়টি নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক আইনজীবী। শাকিবের ঘনিষ্ঠ একটি সূত্রের মাধ্যমেও বিষয়টি সত্য বলে জানা গেছে।

এদিকে শাকিব খান কলকাতায় ‘নোলক’ সিনেমা শুটিং নিয়ে ব্যস্ত। শাকিব খানের সঙ্গে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে অপু বিশ্বাসের কাছে এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমি শুনেছি। তবে এখনও কোনো কাগজপত্র হাতে পাইনি।’
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে