সোমবার, ০৪ ডিসেম্বর, ২০১৭, ০৫:৩৬:৪১

জয়ের ভাগ্য হয়নি ওর দাদা-দাদির বাসায় থাকার: অপু

জয়ের ভাগ্য হয়নি ওর দাদা-দাদির বাসায় থাকার: অপু

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা অপু বিশ্বাসকে ডিভোর্সের চিঠি পঠিয়েছেন তার স্বামী নায়ক শাকিব খান। কিছুদিন আগে সন্তান আব্রাম খান জয়কে বাসায় গৃহপরিচারিকার জিম্মায় রেখে চিকিৎসার জন্য একা কলকাতা গিয়েছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। আর যাওয়ার সময় ঘরের বাইরে তালা দিয়ে যান তিনি।

এই ঘটনার পর থেকে অপু-শাকিবের সম্পর্ক একেবারে তলানীতে গিয়ে পৌঁছায়। পরে তার অবস্থান বদলায় এবং বলে এখন থেকে তিনি অভিনয় ছেড়ে শাকিবের ঘর-সংসার করবেন। তবে সেময় বিস্ফোরক তথ্যই দিয়েছিলেন ঢালিউডের আলোচিত এ নায়িকা।

অপু বলেন, কিছু দিন আগেইতো আব্রাম খান জয়ের জন্মদিন অনুষ্ঠান করা হয়েছিল। সেখানে জয়ের দাদা-দাদি বা ফুপুকে দেখেছেন? দেখেননি। তাদেরকে দাওয়াত দেয়া সত্বেও আসেননি। তাছাড়া তারা কোনো দিন জয়কে দেখতে আমার বাসায় আসেননি। তাহলে আমি কীভাবে তাদের কাছে রাখবো বলেন? আমি কলকাতায় আসার সময় জয়কে কোলে নিয়ে অনেক কান্না করেছি। কারণ জয়ের ভাগ্য হয়নি ওর দাদা-দাদির বাসায় থাকার।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে