সোমবার, ০৪ ডিসেম্বর, ২০১৭, ০৬:৩২:৪২

অপুকে ডিভোর্স, ফেব্রুয়ারীতে বুবলিকে ঘরে তোলার গুঞ্জন

অপুকে ডিভোর্স, ফেব্রুয়ারীতে বুবলিকে ঘরে তোলার গুঞ্জন

বিনোদন ডেস্ক : গুঞ্জন ছিল অপুকে ডিভোর্স দিচ্ছে শাকিব। অবশেষে তা সত্যি হলো। শাকিবের ঘনিষ্ঠসূত্রে খবর মিলেছে ফেব্রুয়ারীতে বুবলিকে বিয়ের ঘোষনা দিতে পারেন শাকিব খান। এমনটা হলে আশ্চর্য্য হওয়ার কিছু নেই।

বুবলি তার জায়গা থেকে বরাবরই শাকিবের কাছে স্ট্রং ছিল। সে অপুর বিরুদ্ধে নানা সময়ে নানা কথা বললেও শাকিব এর প্রতিবাদ করেনি কখনো। বরং বুবলির প্রশংসা করে বেড়াতেন। বুবলির সঙ্গে ছবি ব্যবসায়িকভাবে সফল না হলেও একের পর এক ছবিতে চুক্তিবদ্ধ হচ্ছে। এসব ছবিতে বুবলির চুক্তিবদ্ধতার পেছনে কলকাঠি নাড়ে স্বয়ং শাকিব।

বুবলিকে যে ঘরে তুলতে পারে সে খবর অপুও আঁচ করতে পেরেছিল। সে জন্যই বরাবরই বুবলিকে কাছে ঘেষতে দেয়নি অপু। এই পরিপেক্ষিতেই টিভি সেটের সামনে অপু মুখ খুলেছে। সূত্র : বাংলা ইনসাইডার

ডিভোর্সের ব্যাপারে জানতে চাইলে অপু বলেন, ‘আমি এ ব্যাপারে কিছুই জানি না। কিছু পত্রিকায় নিউজ দেখে জানতে পেরেছি।’

ডিভোর্সের বিষয়ে শাকিব আপনাকে কোনো কিছু বলেননি? এমন প্রশ্নের জবাবে অপু বলেন, ‘না। সে ব্যস্ত অভিনেতা। ছবির কাজ নিয়ে দেশের বাইরে আছে। আমার মনে হয় পুরো বিষয়টাই গুজব ছড়ানো হয়েছে। কারণ ডিভোর্স আগেভাগে ঘোষণা দিয়ে করার কোনো বিষয় নয়। আর তার কোনো নির্দিষ্ট কারণও দেখি না।’

অন্যদিকে শাকিব খান বলেন, হ্যাঁ অপুর কাছে ডিভোর্সের চিঠি পাঠিয়েছি। এই মুহূর্তে শাকিব খান রয়েছেন ভারতের হায়দরাবাদে। সেখান থেকেই এ তথ্য নিশ্চিত করেছেন শাকিব খান।

শাকিব ডিভোর্স পেপার পাঠানোর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনা সত্য। আমি ভারতে আসার আগে ডিভোর্স পেপারে সাক্ষর করেছি। এর বেশি কিছু বলতে চাই না।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে