বিনোদন ডেস্ক: নয় বছরের দাম্পত্য সম্পর্ক অবসান করতে স্ত্রী অপু বিশ্বাসকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন নায়ক শাকিব খান- এই খবরে তোলপাড় গোটা গণমাধ্যম। এফডিসিতেও এ নিয়ে চলছে চর্চা। শাকিব খানের কাছের মানুষ এবং বাংলাদেশ চলচ্চিত্র ফোরাম-এর কার্যকরী সদস্য ওমর সানী এবার জানালেন তার প্রতিক্রিয়া।
তার সঙ্গে যোগাযোগ করা হলে অবাক কণ্ঠে ওমর সানী বলেন, ‘আমি তো এরকম কিছু জানি না। আমি বাসায়, বিশ্রাম নিচ্ছি। কিন্তু যদি এরকম কিছু হয়, তাহলে এটা খুবই দুঃখজনক ব্যাপার হবে। এটা শাকিবের জন্য দুঃখজনক, অপুর দিক থেকেও দুঃখজনক।’
তিনি আরও বলেন, ‘আব্রাম- ওর জন্য দোয়া আর ভালোবাসা, আমার মৌসুমীর পক্ষ থেকে। আল্লাহপাকের কাছে চাইবো, এরকম কিছু যেন না হয়। আব্রাম যেন ওর বাবা-মায়ের বুকের মধ্যে থেকেই বড় হয়।’
ওমর সানী দাবি করলেন, গত বেশ কিছুদিন ধরেই শাকিব-অপুর বিচ্ছেদের গুজবের ব্যাপারেও কিছু জানতেন না তিনি।
তিনি বলেন, ‘শাকিবের সঙ্গে তো আসলে খুব কমই দেখা হয়। মাসে একদিনও দেখা হয় না। আমরা তো ম্যাক্সিমাম বাইরেই থাকি। এরমধ্যে ‘নোলক’ ও ‘আমি নেতা হব’ ছবিদুটি করতে গিয়ে হয়তো কিছু আলাপ হয়েছে। তবে এসব আলাপেও তাদের সম্পর্ক নিয়ে কথা বলার প্রয়োজন পড়েনি।’
তবে বেশ আগেই শাকিব ও অপুকে সংসার টিকিয়ে রাখার বিষয়ে পরামর্শ দিয়েছিলেন বলেও জানান একসময়ের জনপ্রিয় এই চিত্রনায়ক।
‘ভালো কিছু উপদেশ দিয়েছি; অপুকেও দিয়েছি, শাকিবকেও দিয়েছি। সেটা কাজে না লাগলে কিছু করার নেই,’ বলেন তিনি।
শাকিব খানের ঘনিষ্ঠ এক সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, অনেক আগেই ডিভোর্সের চিঠিতে স্বাক্ষর করে রেখেছিলেন শাকিব খান। তিন দিন আগে সেই চিঠি এক আত্মীয়ের মারফতে অপুর কাছে পাঠানো হয়। সোমবার সেই চিঠি হাতে পাওয়ার কথা রয়েছে অপু বিশ্বাসের।
এমটি নিউজ/আ শি/এএস