বিনোদন ডেস্ক : অপু বিশ্বাসের বাসায় শাকিব খান ডিভোর্স লেটার পাঠিয়েছেন। ভাঙনের সুর অনেক আগেই বেজে উঠেছিল। কিন্তু সেই সুর এবার অফিসিয়ালি রুপ পেলো। শাকিব খান গত ৩০ নভেম্বর অপু বিশ্বাসের নিকেতনের বাসার ঠিকানায় চিঠি পাঠিয়েছেন। এরপর তিনি নোলক ছবির শুটিং এ ভারতের হায়দরাবাদে চলে যান।
ডিভোর্সের চিঠি অপুর বাসায় বারবার গিয়ে ঘুরে এসেছে বলে জানা গেছে। অপু চিঠি গ্রহণ করেন নি। বাসার দারোয়ানও চিঠি গ্রহণ করতে সম্মত হননি। বিষয়টি জানার জন্য অপু বিশ্বাসের কাছের কেউই তার সাথে যোগাযোগ করতে পারছেন না। এতোদিন যে গণমাধ্যম কর্মীদের অপু বলতেন আপনারাই সব, তাদের নিকট দেয়া নম্বরও বন্ধ রেখেছেন অপু বিশ্বাস।
জানা গেছে, গত ৩০ নভেম্বর ভারতের হায়দরাবাদের যাওয়ার আগে ডিভোর্স পেপারে সাক্ষর করে গেছেন শাকিব খান। এ ডিভোর্সের আইনজীবী সুপ্রিম কোর্টের এ্যাডভোকেট শেখ সিরাজুল ইসলাম সিরাজ।
তারকা দম্পতি শাকিব-অপুর গোপন বিয়ের খবর জানাজানি হয় চলতি বছর ১০ এপ্রিল। এরপর থেকে চলচ্চিত্র পাড়ায় গুঞ্জন ছিল শাকিব-অপুর সংসার নাকি টিকবে না!
এদিকে, ডিভোর্স লেটার পাঠানোর পরপরই মিডিয়া পাড়ায় গুঞ্জন রটেছে ফেব্রুয়ারীতে বুবলিকে বিয়ের ঘোষনা দিতে পারেন শাকিব খান। এমনটা হলে আশ্চর্য্য হওয়ার কিছু নেই। বুবলি তার জায়গা থেকে বরাবরই শাকিবের কাছে স্ট্রং ছিল।
বুবলি অপুর বিরুদ্ধে নানা সময়ে নানা কথা বললেও শাকিব এর প্রতিবাদ করেনি কখনো। বরং বুবলির প্রশংসা করে বেড়াতেন। বুবলির সঙ্গে ছবি ব্যবসায়িকভাবে সফল না হলেও একের পর এক ছবিতে চুক্তিবদ্ধ হচ্ছে। এসব ছবিতে বুবলির চুক্তিবদ্ধতার পেছনে কলকাঠি নাড়ে স্বয়ং শাকিব খান।
এমটিনিউজ/এসএস