বিনোদন ডেস্ক : প্রয়াত বলিউডের বর্ষীয়ান অভিনেতা শশী কাপুর৷ সোমবার মুম্বাইয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন হিন্দি সিনেমার এই জনপ্রিয় অভিনেতা৷ মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৯৷ বার্ধক্যজনীত সমস্যায় বহুদিন ধরেই ভুগছিলেন শশী কাপুর৷
২০১১ সালে পদ্মভূষণ সম্মান সম্মানিত হন ভারতীয় সিনেমার জনপ্রিয় এই অভিনেতা৷ ২০১৫ সালে দাদা সাহেব ফালকে সম্মানেও সম্মানিত করা হয় তাকে৷
১৯৬১ সালে ধর্মপুত্র ছবি দিয়েই অভিনয় জীবনে পা রাখেন শশী কাপুর। শশী কাপুর অভিনেতা পৃথ্বীরাজ কাপুরের ছেলে। তাঁর পুরো নাম বলবীর রাজ কাপুর। তিনি ১৭৫টির বেশি ছবিতে অভিনয় করেছেন। এ ছাড়া অনেক জনপ্রিয় ছবির প্রযোজক তিনি।
তার উল্লেখযোগ্য কাজের মধ্যে আছে ‘সিলসিলা’, ‘জুনুন’, ‘কালযুগ’, ‘বিজেতা’, ‘উৎসব’। ১৯৯১ সালে ‘আজুবা’ নামে একটি হিন্দি ছবি পরিচালনা করেন শশী কাপুর। এ ছবিতে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন। এ ছাড়া এই তারকা ১৯৮৮ সালে একটি রাশিয়ান ছবি পরিচালনা করেন।
এমটিনিউজ/এসএস