সোমবার, ০৪ ডিসেম্বর, ২০১৭, ০৯:০৫:৫৪

অভিনেতা জয়কে বেশি পাকনামী না করতে বললেন ওমর সানি

অভিনেতা জয়কে বেশি পাকনামী না করতে বললেন ওমর সানি

বিনোদন ডেস্ক : বেসরকারি টেলিভিশনে চলমান জনপ্রিয় শো 'সেন্স অব হিউমার'-এর উপস্থাপক, অভিনেতা ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয়কে অতি রঞ্জিত পাকনামী না করার পরামর্শ দিলেন অভিনেতা ওমর সানি।

ওমর সানি তার এক ফেসবুক স্ট্যাটাসে এ পরামর্শ দেন। ফেসবুক স্ট্যাটাসে ওমর সানি লেখেন..

“কথাগুলি আগেই বলা উচিত ছিল, অনেক দেরি হয়ে গেল কথাগুলি বলতে। মিডিয়ার এক ছোটভাই নাম "জয়"। ওকে মিডিয়াতে গাইড করার জন্য মৌসুমী ও গাজী সাহেবের অবদান অনেক।

ছেলেটি অভিনয় ভালোই করে। সে "সেন্স অব হিউমার" নামে একটি অনুষ্ঠান করছে কিন্তু ইদানিং তাকে বেশি পাকনামী কথাবার্তা বলতে দেখা যাচ্ছে। সে সিনিয়র শিল্পীদের নিয়ে অতি রঞ্জিত পাকনামী কথাবার্তা বলছে যা দৃষ্টিকটু।

তাই আমি তাকে সিনিয়র হিসেবে একটা কথাই বলবো সিনিয়র শিল্পী কলাকুশলীদের সম্মান করতে শিখ।
আর বেশী কিছু বলতে চাই না। ভালো থাকো তুমি "জয়"....”

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে