সোমবার, ০৪ ডিসেম্বর, ২০১৭, ১০:১৬:২০

শাকিব-অপুর ডিভোর্স : সন্তান আব্রাম থাকবে কার কাছে?

শাকিব-অপুর ডিভোর্স : সন্তান আব্রাম থাকবে কার কাছে?

বিনোদন ডেস্ক : ঢালিউডের তারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাসের ডিভোর্স এখন সময়ের ব্যাপার। এরইমধ্যে অপুকে তালাকনামাও পাঠিয়ে দিয়েছেন শাকিব। কিন্তু বাবা-মায়ের ঘর ভাঙলে কার কাছে যাবে এক বছর বয়সী আব্রাম খান জয়?

উত্তর দিলেন শাকিব খানের আইনজীবী শেখ সিরাজুল ইসলাম। তিনি বলেন, ‘অপু বিশ্বাস যদি বিয়ে না করে তাহলে অপু বিশ্বাসের কাছেই থাকবে, তবে তার যাবতীয় ভরণপোষণ শাকিব খান বহন করবেন। যদি অপু বিশ্বাস অন্যত্র বিয়ে করেন, তাহলে শাকিব খানের সন্তান শাকিব খানের কাছেই থাকবে। এটা হলো শাকিব খানের ইচ্ছা।’

এ ব্যাপারে আইন কি বলে?

শেখ সিরাজুল ইসলাম বলেন, ‘আইনত ছেলেটির যতদিন পরিণত বয়স না হবে, ততোদিন পর্যন্ত তার মাই লিগাল কাস্টোডিয়ান। কিন্তু ইদানিং মায়েরা দেখা যাচ্ছে যে নৈতিকতার স্খলন জনিত কারণে সন্তানকে হত্যা পর্যন্ত করছে। এরকম একের অধিক ঘটনা পত্রপত্রিকায় ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় আসার কারণে আসলে আদালতও মায়ের কাছে সন্তান রাখার ব্যাপারে নিরাপত্তা বোধ করছে না। আবার সন্তান কোথায় থেকে কমফোর্ট ফিল করবে- এটাও তার একটা অনুভূতির ব্যাপার। সুতরাং আইন আছে ঠিকই যে লিগাল কাস্টোডিয়ান হবে মা, কিন্তু তারপরও কথা থেকে যায়’

শাকিবের ইচ্ছা অনুযায়ী দেনমোহরের ৭ লাখ টাকা অপু চাইলে তাকে যে কোনো সময় দিয়ে দেয়া হবে বলেও জানান তিনি। তিনি বলেন, ‘শাকিব খানের ইচ্ছা- অপু বিশ্বাস যখন যেভাবে চাইবে, তৎক্ষণাৎ সে কাবিনের টাকা পরিশোধ করবে। এছাড়া আইনগতভাবে স্ত্রী স্বামীর কাছ থেকে যে খোরপোশ পায়- সেটাও শাকিব দিতে বাধ্য।’

আইনজীবী সিরাজুল জানান, ডিভোর্স নোটিশে শাকিব দু’টি কারণ দেখিয়েছেন। শাকিব অভিযোগ করেছেন, অপু তাদের সন্তানকে কাজের লোকের কাছে রেখে ‘কথিত’ বয়ফ্রেন্ডকে নিয়ে ভারতে বেড়াতে গিয়েছিলেন। দ্বিতীয় অভিযোগে শাকিব জানিয়েছেনে, অপু তার কোনো নির্দেশ মেনে চলেন না। তাই তিনি বিবাহবিচ্ছেদ চান।

আইনজীবীর ভাষ্য, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রের কার্যালয়, অপু বিশ্বাসের ঢাকার নিকেতনের বাসা এবং বগুড়ার ঠিকানায় এ তালাকের নোটিশ পাঠানো হয়েছে। তবে এ তালাক কার্যকর হবে নোটিশ পাঠানোর তারিখ থেকে তিন মাস পর।

তিনি আরও জানান, বিয়ের দেনমোহর বাবদ সাত লাখ টাকা অপুকে পরিশোধ করবেন শাকিব খান। এছাড়া তিনি একমাত্র সন্তান আব্রাম খান জয়ের ভরণ-পোষণ করবেন।

জানা যায়, ২৮ নভেম্বর আইনজীবীর মাধ্যমে অপু বিশ্বাসের বাসার ঠিকানায় বিবাহবিচ্ছেদের আইনি নোটিশ পাঠান শাকিব। আজ (সোমবার) সেই চিঠি গেছে অপুর বাসায়।

শাকিব-অপুর বিয়ে হয় ২০০৮ সালের ১৮ এপ্রিল। কিন্তু ৯ বছর বিয়ের খবর গোপন রাখেন এই তারকা জুটি। চলতি বছরের ১০ এপ্রিল একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ছয় মাস বয়সী ছেলে আব্রামকে সঙ্গে নিয়ে হাজির হন অপু। বিয়ের খবর প্রকাশের আট মাসের মাথায় বিবাহবিচ্ছেদের পথে গেলেন তারা।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে