বিনোদন ডেস্ক : বলতে বলতে শাকিব-অপুর বিচ্ছেদের গুঞ্জণ সত্যি হলো। গতকাল শাকিব খান অপু বিশ্বাসের কাছে তালাক নামা পাঠায়। শোবিজ অঙ্গণে তারকাদের মাঝে বিচ্ছেদের খবর নতুন নয়। তারপরও শাকিব-অপুর ভক্তরা শাকিব খানের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি। শাকিব খানের অনেক অন্ধ ভক্তও শাকিবের এই ধরণের সিদ্ধান্তে বার বার ধিক্কার জানিয়েছেন।
এদিকে অপু বিশ্বাসের ভেরিফাইড ফেসবুক ফ্যান পেইজে শাকিব খানের এক ভক্ত অপুকে শাকিবের ডিভোর্স দেওয়ার বিষয়ে ক্ষিপ্ত হয়ে লিখেছেন, আজ থেকে আর শাকিবের মুভি দেখবো না । আমি অপুর ভক্ত নই । আমি সাকিবের ভক্ত । এই প্রথম শাকিবের স্বিদ্ধান্ত আমি মেনে নিতে পারলাম না। ছিঃ শাকিব ছিঃ ।
সন্তানের কথা ভেবে হলেও এই স্বিদ্ধান্ত নেয়া ঠিক হয়নি আপনার । এখনো সময় আছে আপনি নিজের ভূল শুদ্ধ্রে নিন । অপুকে নিয়ে সংসার করুন।অন্তত সন্তানটির কথা ভেবে । সন্তানের থেকে নিজের ইগো তো আর বড় হতে পারেনা ।
আপনার ভক্ত হিসেবে এটি আপনার কাছে আমার অনুরোধ। টাকা দিয়ে সব হয়না । নিজের ইগো রক্ষা করতে গিয়ে সন্তানকে এতিম করেছেন আপনি। সে মা বাবার আদর আদর একসাথে পাবে না । যখন সে বড় হবে স্কুলে যাবে ,বন্ধুরা তখন তাকে নিয়ে তামাশা করবে । নিজের জন্য না হোক সন্তানের জন্য হলেও অপুকে ক্ষমা করে দিন ।
এমটিনিউজ২৪/টিটি/পিএস