মঙ্গলবার, ০৫ ডিসেম্বর, ২০১৭, ০২:১৮:৫৮

ডিভোর্সের আরও একটি কারণ বের হলো এইমাত্র

ডিভোর্সের আরও একটি কারণ বের হলো এইমাত্র

বিনোদন ডেস্ক: ঢালিউডের নাম্বার ওয়ান নায়ক শাকিব খান তার স্ত্রী অভিনেত্রী অপু বিশ্বাসকে তালাকনামা পাঠিয়েছেন। খবরটি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ হয় গতকাল দুপুর থেকে। এরপর পরই বিষয়টি নিয়ে তুমুল আলোচনা শুরু হয়।

এদিকে শাকিব দেশের বাইরে থাকায় আইনজীবী শেখ সিরাজুল ইসলামের মাধ্যমে ডিভোর্স লেটার পাঠানো হয়েছে। জানা গেছে নোটিশে শাকিব ডিভোর্সের কারণ দেখিয়েছেন। শাকিব অভিযোগ করেছেন, অপু তাদের সন্তানকে কাজের  লোকের কাছে রেখে কথিত বয়ফ্রেন্ডকে নিয়ে ভারতে বেড়াতে গিয়েছিলেন।

আরও কারণ জানিয়েছেন শাকিব, অপু তার কোনো নির্দেশ মেনে চলেন না। তাই তিনি বিবাহবিচ্ছেদ চান। আইনজীবী জানিয়েছেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রের কার্যালয়, অপু বিশ্বাসের ঢাকার নিকেতনের বাসা এবং বগুড়ার ঠিকানায় এ তালাকের নোটিশ পাঠানো হয়েছে। তবে এ তালাক কার্যকর হবে নোটিশ পাঠানোর তারিখ থেকে তিন মাস পর।
উল্লেখ্য, শাকিব-অপুর বিয়ে হয় ২০০৮ সালের ১৮ এপ্রিল। কিন্তু ৯ বছর বিয়ের খবর গোপন রাখেন তারা। চলতি বছরের ১০ এপ্রিল একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ছয় মাস বয়সী ছেলে আব্রামকে সঙ্গে নিয়ে হাজির হন অপু। এরপর দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয় বিষয়টি নিয়ে।
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে