মঙ্গলবার, ০৫ ডিসেম্বর, ২০১৭, ০৪:৩৫:৩৩

বিবাহিত এই ক্রিকেটারের জন্য পাগল কাজল আগারওয়াল!

বিবাহিত এই ক্রিকেটারের জন্য পাগল কাজল আগারওয়াল!

আন্তর্জাতিক ডেস্ক : ক্রিকেটের সঙ্গে রুপোলি পর্দার সম্পর্ক অনেক পুরনো। বারেবারেই শিরোনামে উঠে আসে দুই জগতের তারকাদের মেলামেশার খবর। শুধুমাত্র ভারতীয় ক্রিকেটাররাই নন, বলিউডের গ্ল্যামারের ঝলকে নিজেকে উজাড় করে দিয়েছেন বিদেশি ক্রিকেটাররাও। এই তালিকা সুদীর্ঘ।

সম্প্রতি ফের এমন মেলবন্ধনের ঘটনা প্রকাশ্যে এল। দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল প্রকাশ করেছেন তার পছন্দের ক্রিকেটারের কথা। একটি বেসরকারি চ্যানেলের সাক্ষাত্‍কারে কাজল জানিয়েছেন তার প্রিয় ক্রিকেটারের নাম রোহিত শর্মা।

সাক্ষাত্‍কারে কাজল বলেন, ''যখনই সময় পাই, তখনই ক্রিকেট খেলা দেখি। বর্তমানে সিনেমার শ্যুটিংয়ে ব্যস্ত থাকার জন্য ক্রিকেট খেলা দেখার সময় প্রায় মেলেই না।''

এরপরেই তার প্রিয় ক্রিকেটারের নাম জিজ্ঞাসা করা হলে রোহিত শর্মার নাম জানান তিনি। কিছুদিন আগে প্রিয়ঙ্কা চোপড়াকেও এক সাক্ষাত্‍কারে তার প্রিয় ক্রিকেটারের নাম জিজ্ঞাসা করা হয়েছিল। সেখানে তিনি শচীনকে বাছেন পছন্দের ক্রিকেটার হিসেবে।

দক্ষিণের সব থেকে জনপ্রিয়তম অভিনেত্রীদের মধ্য কাজল অন্যতম। বলিউডে 'সিংহম' (২০১১) ছবিতে অজয় দেবগণের বিপরীতে অভিনয়ও করে প্রশংসা অর্জন করেন তিনি। তবে, তিনি দক্ষিণে সিনেমাতেই অভিনয় করতে বেশি পছ্ন্দ করেন।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে