বিনোদন ডেস্ক : শাহরুখ জানিয়েছেন যে, এই অনুষ্ঠানে আগত মানুষেরা সমাজে ঘটে চলা বিভিন্ন পরিবর্তন, জলবায়ু এবং মারাত্মক রোগের বিষয়ে কথা বলবে। নারী ক্ষমতায়ন সম্পর্কেও আলোচনা চলবে আম জনতা এবং বাদশার মধ্যে।
এবার জানা গেল আগামী ১০ ডিসেম্বর থেকেই শুরু হচ্ছে এই শো। ‘টেড টকস’ এর ঘোষণায় শাহরুখ খানকে প্রশ্ন করা হয়েছিল এই শো-এ তার অতিথি হয়ে আসবেন কারা? শাহরুখ জানিয়েছিলেন বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত অতিথিদেরই দেখা যাবে এই শো-এ। তবে প্রথম এপিসোডের জন্য তিনি চাললেন বলিউডি তাসই।
শাহরুখের অতিথি হয়ে আসছেন আমির খান। দুই খানের মধ্যে আলোচনা যে জমে উঠবে, সেটা আঁচ করাই যায়৷। পাশাপাশি ‘টেড টকস’-এর মতো কনসেপ্টকে কতটা জনপ্রিয় করতে পারেন শাহরুখ টেলিভিশন অডিয়েন্সের মধ্যে, সেটাও দেখার অপেক্ষা।