মঙ্গলবার, ০৫ ডিসেম্বর, ২০১৭, ০৯:৪৯:৪৪

এসব মিথ্যা উদ্ধৃতির সংবাদ প্রকাশে আমি খুব মর্মাহত : অনন্ত জলিল

এসব মিথ্যা উদ্ধৃতির সংবাদ প্রকাশে আমি খুব মর্মাহত : অনন্ত জলিল

বিনোদন ডেস্ক : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র পদে উপনির্বাচন নিয়ে প্রকাশিত বিভিন্ন খবরে দাবি করা হয়ে অনন্ত জলিল মেয়র হওয়ার লড়াইয়ে দৌড় ঝাপঁ করছে। এমন এসব মিথ্যা উদ্ধৃতির সংবাদ প্রকাশিত হওয়ায় খুব মর্মাহত এই ব্যবসায়ী ও অভিনেতা।

অনন্ত জলিল বলেন, আমি কখনো রাজনীতি করিনি এবং করবোও না। কারন রাজনীতির জন্য আমি নই। আপনারা সবাই জানেন আমি একজন ব্যবসায়ী ও চলচ্চিত্র অভিনেতা মাত্র।

তিনি বলেন, আমার প্রতি ভক্তগনের ভালবাসার আবেগের কারনে বলেছিলো আমাকে মেয়র হিসেবে দেখতে চায়। কিন্তু আমি তা ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে ক্লিয়ার করে দিয়েছি।

রাজনীতিতে না আসার দাবি করে অনন্ত জলিল বলেন, আবারো স্পস্ট ভাবেই বলছি আমি রাজনীতিতে আসবো না। এমন কি কখনোও বি জি এম ই এ, বি কে এম ই এ এবং চলচ্চিত্র পরিষদের কোন ইলেকশনও আমি করিনি, সেখানে রাজনীতি তো অনেক বড় বিষয়।

তিনি আরো বলেন, এ বিষয়ে পরিস্কার করার পরও দেশের বেশ কয়েকটি দৈনিক পত্রিকায় আমার ভুল উদ্ধৃতি ও ছবি দিয়ে মেয়র হওয়ার দৌড় ঝাপঁ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়। এতে আমি বেশ মর্মাহত। অনুরোধ রইলো আমার সাথে কথা না বলে মিথ্যা উদ্ধৃতি প্রকাশ করে এই ধরনের সংবাদ প্রকাশ করবেন না।

এই ব্যবসায়ী ও অভিনেতা বলেন, আমি অতি সামান্য একজন মানুষ, তাই আপনাদের ভালোবাসা নিয়ে সবসময় আপনাদের পাশেই থাকতে চাই। ইনশাল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে