সুস্থ না হয়ে দেশে ফিরছেন না দিতি
বিনোদন ডেস্ক : ভারতের চেন্নাইয়ের এমআইওটি হাসপাতালের (মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রামোটলজি) অধীনে চিকিৎসারত রয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা পারভীন সুলতানা দিতি। দ্বিতীয় দফায় অস্ত্রোপচারের পর সেখানেই রয়েছে। পুরোপুরি সুস্থ ও স্বাভাবিক হয়ে তবেই দেশে ফিরবেন তিনি। এমনটি জানিয়েছেন তার মেয়ে লামিয়া চৌধুরী।
লামিয়া জানান, ‘আম্মু এখন আগের চেয়ে অনেক ভালোর দিকে। হাঁটাচলা ও খাওয়াদাওয়া করতে পারছেন। তবে আমরা সিদ্ধান্ত নিয়েছি, পুরোপুরি সুস্থ হলে তবেই তাকে নিয়ে দেশে ফিরব। বাংলাদেশে আর মায়ের চিকিৎসা করানোর ইচ্ছা নেই। যতদিন প্রয়োজন হয় চেন্নাইয়ে তার চিকিৎসা করাব। অপারেশনের কারণে আপাতত মাকে কেমো দেওয়া হচ্ছে না।’
প্রসঙ্গত, মস্তিষ্কে টিউমার ধরা পড়ায় ২৫ জুন চেন্নাইয়ের মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস এ্যান্ড ট্রমাটোলজি (এমআইওটি) হাসপাতালে ড. পল টি হেংগ্রির তত্ত্বাবধানে দিতির অস্ত্রোপাচার হয়। ড. পলের আন্তরিক চেষ্টায় তা সফল হয়। তার মস্তিষ্কে প্রথম অস্ত্রোপচার হয় ২৯ জুলাই। দ্বিতীয়বারের মতো অস্ত্রোপচারের জন্য ৩ নভেম্বর দুপুরে তাকে আবারো নিয়ে যাওয়া হয় একই হাসপাতালে। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসারত রয়েছেন এবং পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত সেখানেই থাকবেন।
১৩ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�