বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর, ২০১৭, ০৬:৩৩:৩০

আমি তো নিজের চোখে দেখছি শাকিবকে অপু কতটা ভালোবাসে : চিত্রনায়িকা রেসি

আমি তো নিজের চোখে দেখছি শাকিবকে অপু কতটা ভালোবাসে : চিত্রনায়িকা রেসি

বিনোদন ডেস্ক : তারকা দম্পতি শাকিব খান-অপু বিশ্বাসের বিবাহ বিচ্ছেদ এখন টক অব দ্য টাউন। বিষয়টি চায়ের কাপে যেমন ঝড় তুলেছে, তেমনি বিভিন্ন মহলেও আলোচিত হচ্ছে। নানাজন নানারকম মন্তব্যও করছেন। সাধারণ মানুষের মতো বিষয়টি নিয়ে ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা রেসিও মর্মাহত হয়েছেন।

এ প্রসঙ্গে রেসি  বলেন, ‘শাকিব খান অপু বিশ্বাসের বিবাহ বিচ্ছেদের বিষয়টি অবশ্যই দুঃখজনক। ভালোবাসার মানুষটির জন্য অপু নিজের ধর্ম পরিবর্তন করে বিয়ে করল। আমি তো নিজের চোখে দেখছি অপু কতটা শাকিবকে ভালোবাসে। আমি শাকিব-অপুর সঙ্গে বেশ কয়েকটা কাজ করেছি। তখন দেখেছি, অপু সত্যি শাকিবকে অনেক বেশি ভালোবাসে। যে কারণে কখনই চাইব না তাদের সংসার ভেঙে যাক। যেহেতু এখানে একটি সন্তানের প্রশ্ন চলে আসছে। ইচ্ছা করলেই কিন্তু একসঙ্গে ভালো থাকা যায়। আমি চাইব, ওরা ভালোভাবে থাকুক। এখনো সময় আছে বাচ্চার কথা চিন্তা করে সিদ্ধান্ত পরিবর্তন করার।’

ঢাকাই চলচ্চিত্রের তারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাস। কয়েকদিন আগে শাকিব খান অপু বিশ্বাসের কাছে ডিভোর্স লেটার পাঠান কিন্তু গত মঙ্গলবার অপু ডিভোর্স লেটারটি হাতে পেয়েছেন বলে জানিয়েছেন তিনি।

দীর্ঘ আট বছর গোপনে সংসার করার পর অপুর কোলজুড়ে আসে পুত্র আব্রাহাম খান জয়। প্রায় বছর খানেক আগে অপু বিশ্বাস সংবাদমাধ্যমে তাদের বিয়ের খবর জানান। এরপর থেকেই শাকিব-অপুর সম্পর্কটা ভালো যাচ্ছিল না।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে