সালমানের ছবির টিকিট না পেয়ে ভক্তের আত্মহত্যা
বিনেদান ডেস্ক : সালমান খানের সদ্য রিলিজ পাওয়া ছবি ‘প্রেম রতন ধন পায়ো’-র টিকিট নিয়ে কথাকাটাকাটিতে আত্মহত্যা করলেন এক ব্যাক্তি। এই ঘটনার জেরে ইনদওরের বজরং নগরের ওই সিনেমা হলে তান্ডব চালানো হয়। শেষে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রেণে আনে।
পুলিশ জানায়, সালমানের-প্রেমী আত্মগাতি ওই ব্যাক্তির নাম ধর্মেন্দ্র কুশওয়া। বৃস্পতিবার ইনদওরের অনুপ টকিজ মিনেমা হলে টিকিট কাটতে যায় ধর্মেন্দ্র। টিকিট না পেয়ে ধর্মেন্দ্র সিনেমা হলের ম্যানেজারের সঙ্গে কথাকাটাকাটিতে জড়িয়ে পড়েন। কথাকাটাকাটি তীব্র পর্যায়ে চলে গেলে তা এক সময় ধাক্কাধাক্কিতে পরিনত হয়। অবশেষে না পেরে নিরাশ হয়ে সে বাড়ি ফিরে যায়।
ধর্মেন্দ্রর ভাই রাকেশ পুলিশের কাছে জানিয়েছে, ওই ঘটনায় অনুপ টকিজের ম্যানেজার লোকজন নিয়ে তাদের বাড়িতে গিয়ে চড়াও হয়। ধর্মেন্দ্ররকে অনেক মারধর করে তারা। এই লজ্জ সহ্য করতে না পেরে ধর্মেন্দ্র গলায় মায়ের শাড়ি জরিয়ে সিলিং থেকে ঝুলে পরে। তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষনা করে। এই ঘটনার ওই এলাকার লোকজন ক্ষিপ্ত হয়ে সিনেমা হলটিকে লক্ষ করে ইটপাটকেল ছুড়ে। ফলে পরিস্থিতি আরো খারাপের দিকে যায়, পরে পুলিশ এসে সামাল দেয়।
হিরা গর থানা পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ওই হলের ম্যানেজার ছাড়াও আরো বেশ কয়েকজনের নামে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি হলে যারা তান্ডব চালায় তাদের নামেও আরেকটি মামলা হয়েছে। তবে এখন পূর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
১৪ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ
�