কে এই দ্বিতীয় রজনীকান্ত?
বিনেদান ডেস্ক : এ বছর দিওয়ালীতে ভেঙে যাচ্ছে ভারতীয় সিনেমার অনেক রেকর্ড। ‘প্রেম রতন ধন পায়ো’র মাধ্যমে নিজের ওপেনিং রেকর্ড ভেঙেছেন সালমান খান। তবে ‘চেন্নাই এক্সপ্রেস’ নিয়ে এক নাম্বারে রয়েছেন শাহরুখ। অন্যদিকে তামিল সিনেমায় ভেঙ্গে গেল রজনীকান্তের রেকর্ড। এখন শীর্ষ ওপেনিং রেকর্ড অজিতের।
গত বৃহস্পতিবার মুক্তি পেয়েছে তামিল চলচ্চিত্র ‘ভেদালাম’। অজিত অভিনীত সিনেমাটি প্রথমদিনে আয় করেছে ১৫.৫ কোটি রুপি। দ্বিতীয়দিন শুক্রবার আয় আয় করেছে ১২ কোটি রুপি।
সিনেমা বিশ্লেষকরা বলছেন, এটি তামিল সিনেমায় এখন পূর্যন্ত সবচেয়ে বড় ওপেনিং। ২০১৪ সালে মুক্তি পায় রজনীকান্ত অভিনীত ‘লিঙ্গা’। প্রথম দিনে ‘লিঙ্গা’ সিনেমাটি আয় করে ১৩ কোটি রুপি। সে রেকর্ড ভেঙে দেওয়ায় অজিতকে বলা হচ্ছে তামিল সিনেমার পরবর্তী রজনীকান্ত।
অজিতের ক্যারিয়ারে এখন পূর্যন্ত রয়েছে ৬০টি সিনেমা। এর মধ্যে অনেকগুলো হিট তকমা পেয়েছে। তবে এ তারকা বর্তমানে বছরে একটির বেশি সিনেমায় অভিনয় করেন না।
এখন সবাই অপেক্ষা করছেন রজনীকান্তের নতুন সিনেমা ‘কাবালি’র জন্য। সিনেমাটি মুক্তি পাবে ২০১৬ সালে। দেখার বিষয় হলো মাফিয়ার গল্প নিয়ে নির্মিত সিনেমাটি ‘ভেদালাম’কে টেক্কা দিতে পারে কি-না! এরপরই আসবে রজনীকান্তের ‘এন্ধিরান টু’। সিনেমাটিতে ভিলেন হিসেবে থাকবেন আর্নল্ড শোয়ার্জেনেগার।
১৪ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ
�