শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫, ০২:২৪:৩৬

ছেলেটি বেয়াদব হলেও জিনিয়াস

ছেলেটি বেয়াদব হলেও জিনিয়াস

বিনোদন ডেস্ক : ছেলেটির নাম রাসেল। বেয়াদব নামেই তাকে চিনে সকলে। বেয়াদবির কারণে এই বিশেষনটি তার নামের সাথে যুক্ত হয়েছে। তবে সবার সাথে সে বেয়াদবি করলেও খুবই মেধাবী ছেলে তিনি। তাই তো মেধা দিয়ে তিনি বেঁচে যান। ফলে কারো কারো কাছে উপাধি পেয়েছেন জিনিয়াস নামে। একবার তারই বন্ধুর জন্য প্রেম নিবেদন করতে গিয়ে সে নিজেই নীলার প্রেমে পড়ে যায়। রাতের বেলা মই বেয়ে উঠে নীলার বাসায়। ঘটতে থাকে নানা রকম উদ্ভট ঘটনা। এমন একটি গল্পের নাম ‘বেয়াদব-দি জিনিয়াস’। মারুফ আহমেদ সোহাগের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন এ্যালেন শুভ্র, সাবিলা নুর, কচি খন্দকার, আব্দুল্লাহ রানা, রোকন, ড্যানি প্রমুখ। নাটকটি একটি বেসরকারী চ্যানেলে প্রচার হবে জানান নির্মাতা। ১৪ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে