লেখক হিসেবে আত্মপ্রকাশ করছেন পূর্ণিমা
বিনোদন ডেস্ক : ‘অনিয়ম আমাদের নিয়ম, দুর্নীতি আমাদের নীতি/দুঃখ ঢাকি বিলাসিতায়, সুখ কেবলই স্মৃতি’ এ কবিতাটি ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পূর্ণিমা ৩ নভেম্বর লিখেছিলেন তার ফেসবুকে।
লেখাটি পোস্ট করার পর অনেকই উৎসাহিত করেছেন পূর্ণিমাকে। সেই সাথে কেউ কেউ তাঁকে নিয়মিত লেখার অনুরোধও করেছেন। সবার কমেন্টস ও লাইক দেখে পূর্ণিমা নিজেও খুব আনন্দিত।
বেশ কয়েক মাস ধরেই শুটিং থেকে দূরে আছেন জনপ্রিয় এই চিত্রনায়িকা। দেড় বছর বয়সী একমাত্র মেয়ে আরশিয়াকে নিয়েই এখন তার সকল ব্যস্ততা। কাজের জন্য যতটা সময় দরকার তা এখনো বের করতে পারছেন না তিনি। মেয়ের দেখভাল করার পর যে সময়টুকু মেলে তখন টুকটাক লেখালেখির মধ্যেই থাকার চেষ্টা করেন। এ সময়টাতে মনে যাই আসুক না কেন, তাইই লিখে রাখছেন বলেও জানিয়েছেন বাংলাদেশি চলচ্চিত্রের জনপ্রিয় এই অভিনেত্রী।
এ প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘অনেক দিন ধরেই ছবিতে কাজ করছি না। আরশিয়াকে দেখার পর হাতে সময় থাকে। নানা কিছু পড়ি। আর যখন যা মনে আসে তা টুকটাক লিখে রাখি। ফেসবুকে হঠাৎ করেই কবিতাটি পোস্ট করেছিলাম। সবাই খুব প্রশংসা করেছে।’
ইদানীং গল্পও লিখছেন পূর্ণিমা। কথা প্রসঙ্গে জানালেন, গত দুই বছরে তিনি টিভিতে অনেক কাজ দেখেছেন। বেশির ভাগ কাজ দেখেই হতাশ হয়েছেন তিনি। এর বড় কারণ মনে হয়েছে কাহিনির সংকট। এরপর নিজেই গল্প লিখছেন। সামনে এগুলো নিয়ে কেউ যদি নাটক তৈরির জন্য আগ্রহী হন, তাতে খুশি হবেন পূর্ণিমা।’
পূর্ণিমা অভিনীত সাম্প্রতিক মুক্তি পাওয়া ছবিটি হচ্ছে ‘লোভে পাপ, পাপে মৃত্যু’। সোহানুর রহমান সোহান পরিচালিত এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেন রিয়াজ ও আমিন খান।
১৪ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
�