গ্রেপ্তার হতে পারেন শাহরুখ খান!
বিনোদন ডেস্ক : সময়টা ভালো যাচ্ছে না শাহরুখ খানের। কয়েকদিন আগে আইপিএলের জনপ্রিয় দল কলকাতা নাইট রাইডারের শেয়ার বেচাকেনা নিয়ে ঝামেলায় পড়েন কিং খান। সাম্প্রদায়িক সমালোচনায়ও এক প্রকার গৃহবন্দি। এরই মধ্যে শোনা যাচ্ছে, এবার নাকি গ্রেপ্তার হতে পারেন তিনি।
বুধবার ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট শাহরুখ খানকে জিজ্ঞাসাবাদ করে। সরকারি দপ্তরটির পক্ষ থেকে জানানো হয়েছে, জিজ্ঞাসাবাদে সহযোগিতা করেছেন তিনি। সে সময় সঙ্গে নিয়ে এসেছিলেন শেয়ারের বিক্রি-সংক্রান্ত বেশকিছু নথিও।
এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের তরফে বলা হয়ে হয়েছে, অভিযোগ যদি প্রমাণিত হয় তবে গ্রেপ্তার হতে পারেন শাহরুখ খান।
কয়েকদিন আগে শাহরুখ খানকে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ইডি)। এরই মধ্যে কেকেআরকে সমন করে মেইল পাঠিয়েছিল ইডি। ওই মেইলে ইডি জানিয়েছে, কলকাতা নাইট রাইডার্সের শেয়ার বিক্রি নিয়ে বিস্তারিত জানাতে শাহরুখ খানকে তলব করা হয়েছে।
২০০৮ সালে কেকেআরের কিছু শেয়ার জয় মেটার কোম্পানি সি আইল্যান্ড ইনভেমেন্টের কাছে বিক্রি করা হয়। বাজারমূল্যের চেয়ে অনেক দামে বিক্রির অভিযোগ রয়েছে কেকেআরের বিরুদ্ধে।
২০১৪ সালে এ শেয়ার কেনাবেচার অডিটের পর নাইট রাইডার্সের বিরুদ্ধে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগ করেছে একটি বিদেশি ফার্ম।
২০১১ সালে ১০০ কোটি টাকা ফোরেক্স ভায়োলেশনের অভিযোগে শাহরুখ খানকে ইডির জেরার মুখোমুখি হতে হয়েছিল। বেশ বেকায়দায় পড়েছিলেন কিং খান।
মাত্র কয়েকদিন আগেও নিজের জন্মদিনে ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে মন্তব্য করে বিজেপি নেতাদের তোপের মুখে পড়েছিলেন বলিউড বাদশাহ। সেই শনির দশা কাটতে না কাটতেই পুরনো এক ঝামেলা। সবকিছু মিলিয়ে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না দিলওয়ালে সুপারস্টারের।
১৪ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�