শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:০১:৩৩

একযুগ পর তারা দুজন

একযুগ পর তারা দুজন

বিনোদন ডেস্ক : বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা আফজাল হোসেন। তার সাথে জুটি বেঁধে অভিনয় করেছিলেন ফারাহ রুমা। সে-ও কমন নয়। সে কথা একযুগেরও আগের। মাঝে এতটা বছর আর তাদের একসাথে দেখা যায়নি।

তবে সময়টা দীর্ঘ হলেও এবার তারা এক হয়েছেন। দেখা যাবে আবারো এই জুটিকে নঈম ইমতিয়াজ নেয়ামুলের নির্দেশনায় ‘চোর’ নামে একটি নাটকে। নাটকটি রচনা করেছেন বদরুল আনাম সৌদ। এটি এবারের ঈদে প্রচার হবে জিটিভিতে।

ঝড়ের রাতে আমান সাহেবের বাসায় আশ্রয় নেন নাদিয়া। গল্পে গল্পে নাদিয়ার জানা হয়ে যায় আমান সাহেবের জীবন সম্পর্কে। যে উদ্দেশ্য নিয়ে আমান সাহেবের বাসায় এসেছিলেন নাদিয়া সেই উদ্দেশ্য বদলে যায়। ঘটনা মোড় নেয় নতুন এক গল্পে।

এদিকে আসছে ঈদে আফজাল হোসেনকে আরও দেখা যাবে এনটিভিতে আরিফ খানের নির্দেশনায় ‘আমার বেলা যে যায়’ টেলিছবিতে এবং একই পরিচালকের ‘অপরিতি এক রাত’ নাটকে অভিনয় করতে। দুটিতেই তার বিপরীতে আছেন সুবর্ণা মুস্তাফা ও সাদিয়া ইসলাম মৌ।

অপরদিকে  ফারাহ রুমাকে দেখা যাবে চয়নিকা চৌধুরীর নির্দেশনায় নাটক ‘হৃদয়ের গহীনে’, টেলিফিল্ম ‘শ্রাবণের সাতদিন’ ও অঞ্জন আইচের ‘অন্ধকারে কুয়াশা’ নাটকসহ মোহন খানের একটি এককসহ আরও কয়েকজন পরিচালকের নাটকে।

১৮ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে