সোমবার, ২৫ ডিসেম্বর, ২০১৭, ০৮:৪২:৫৯

দাবাং থ্রি ছবিতে সালমান খানের নতুন নায়িকা

দাবাং থ্রি ছবিতে সালমান খানের নতুন নায়িকা

বিনোদন ডেস্ক: বলিউডের অ্যাকশন হিরো হিসেবেই পরিচিত সুপারস্টার সালমান খান। তবে পর্দায় দর্শকদের চমক দিতেও বেশ পটু এ তারকা। আর সে চমকের ধারাবাহিকতায় ‘দাবাং থ্রি’-তে বেশ বড় চমক নিয়ে আসছেন সালমান।

‘দাবাং’ ও ‘দাবাং টু’ ছবিতে নায়িকা হিসেব সালমানের সঙ্গী ছিলেন সোনাক্ষী সিনহা। শোনা যাচ্ছিল ‘দাবাং থ্রি’ ছবিটিতেও দাবাং গার্লের ভূমিকায় দেখা যাবে সোনাক্ষীকে। তবে সে সম্ভাবনা এখন ক্ষীণ। জানা গেছে, ‘দাবাং থ্রি’-তে দাবাং গার্ল হিসেবে মৌনি রায়কে নিতে চাচ্ছেন সালমান খান।

কে এই মৌনি? ড্যান্স রিয়েলিটি শো ‘ঝালাক দিকলা যা’র ২০১৪ সালের প্রতিযোগী মৌনি। তিনি দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন মডেলিংয়ের সঙ্গে। তাকেই নেয়া হবে ‘দাবাং’র নতুন কিস্তিতে। এ ব্যাপারে মৌনি রায়ের সঙ্গে কথাবার্তাও চলছে বলে জানিয়েছেন ‘দাবাং থ্রি’র পরিচালক আরবাজ খান।

সালমানের সাথে রুপালি পর্দায় অভিষেকের এতো বড় সুযোগ নিশ্চয়ই হাত ছাড়া করতে চাইবেন না মৌনি
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে